বুধবার রাতেই পূর্ণিমা তিথি শুরু হচ্ছে আর তার সঙ্গে ঘরে ঘরে শুরু হয়ে যাচ্ছে লক্ষ্মীপুজোর (Lakshmi Puja 2024) তোড়জোড়। তবে বুধবার রাতে পূর্ণিমা তিথি শুরু হলেও অনেকেই বৃহস্পতিবার লক্ষ্মী পুজো করবেন বাড়িতে। আপনিও যদি কাল সকালে লক্ষ্মী পুজো করেন বাড়িতে, তাহলে এখনই জেনে নিন কোন ভোগ দিলে দেবী তুষ্ট হবে আপনার প্রতি। দেবীর আশীর্বাদ পেতে এই ৫ জিনিস ভোগের থালায় রাখতে পারেন আপনি।
মাখানা: নারকেলের মতোই মাখানা কঠোর আবরণের মধ্যে থাকা একটি শুদ্ধ এবং পবিত্র ফল। এটিও মা লক্ষ্মীর ভীষণ পছন্দের ফলের মধ্যে অন্যতম। ভোগের থালায় যদি এই ফলটি রাখতে পারেন তাহলে আপনার জীবন থেকে চলে যাবে সমস্ত দুর্দশা এবং দুঃখ।
বাতাসা: শাস্ত্রমতে দেবী লক্ষ্মীর ভাই হলো চন্দ্র। এই চন্দ্র এবং বাতাসার মধ্যে একটি গভীর সম্পর্ক রয়েছে। স্বাভাবিকভাবেই চন্দ্রের বোন লক্ষ্মীকে যদি আপনি বাতাসা ভোগ দিতে পারেন তাহলে কিন্তু মা লক্ষ্মীর মন জিতে ফেলতে পারেন আপনি। সাদা বা গুড়, যে কোনও বাতাসাই আপনি ভোগে দিতে পারেন।
নারকেল: যে কোনও শুভ কাজে নারকেল ব্যবহার করা হয় কারণ নারকেলকে বলা হয় ‘শ্রীফল’। দেবী লক্ষ্মীর প্রিয় ফলের মধ্যে অন্যতম হল এই নারকেল তাই পুজোর ভোগের থালায় নারকেল রাখলে কিন্তু দেবীর আশীর্বাদ ধন্য হবেন আপনি। কাঁচা নারকেল বা নারকেলের পায়েস নিবেদন করতে পারেন মা'কে।
(আরও পড়ুন: লক্ষ্মীর ভাঁড় পাওয়া যায় আজও, কিন্তু ব্যবহার করেন কারা?)
ফল এবং মিষ্টি: পুজোর দিন যদি টাটকা ফল এবং মিষ্টি ভোগের খেলায় রাখতে পারেন তাহলে কিন্তু ব্যক্তিগত জীবন হয়ে উঠবে সুখকর। তবে দেখবেন ফল এবং মিষ্টি দুটোই যেন তাজা হয়।
(আরও পড়ুন: ৭ দিন ধরে চলে লক্ষ্মীপুজো, ১১ ফুট লম্বা প্রতিমার পুজোয় চলে আরতি প্রতিযোগিতাও)
পানিফল: ফলের কথা যখন বলাই হল, তাহলে বলতে হয় পানিফল কিন্তু দেবী লক্ষ্মীর সব থেকে পছন্দের ফল। যেহেতু পানিফলের সঙ্গে জলের একটি সম্পর্ক রয়েছে তাই পানিফল নাকি দেবী লক্ষ্মীর পছন্দের তালিকায় থাকে বিশেষভাবে।