বাংলা নিউজ > টুকিটাকি > Laxmi Puja Wishes: মা লক্ষ্মীর কৃপায় ঘুচে যাক অনটন, কোজগরী পূর্ণিমার শুভেচ্ছা জানান পরিজনদের
পরবর্তী খবর
Kojagori Laxmi Puja 2024 Wishes: মা লক্ষ্মী আমাদের সংসারের শ্রী, সুখ ও সমৃদ্ধির অন্যতম চালিকাশক্তি। তাঁর আশীর্বাদেই আমরা পরিচিত হই সুখের সঙ্গে, এগিয়ে চলি দুঃখের সঙ্গে লড়াই করে। জীবনে বাধাবিপত্তি আসবেই। আসেও। কিন্তু নানাবিধ সমস্যার থেকে উত্তরণের পথ দেখিয়ে দেন দেবী লক্ষ্মী। তাঁর আশীষে জীবনের বিঘ্ন কেটে যায়। ধনসম্পদে পূর্ণ হয়ে ওঠে সংসার। স্বচ্ছলতা বয়ে আনে দেবীর আগমন। তাই কোজাগরী পূর্ণিমার প্রীতি ও শুভেচ্ছা জানান আপনার আত্মীয়, পরিজনদেরও। তাদের জীবনেও বেজে উঠুক মায়ের অভয়বাণী।
কোজাগরী লক্ষ্মী পূর্ণিমার শুভেচ্ছাবার্তা
- মা লক্ষ্মী চঞ্চলা হলেও তাঁর আশীর্বাদেই আমাদের সকল দুঃখ ঘুচে যায়। তাই কোজাগরী পূর্ণিমার দিন তাঁর কৃপা যেন তোমাদের সকলের জীবনে বর্ষিত হয়। এই কামনা করি। শুভ কোজাগরী লক্ষ্মী পুজো।
- লক্ষ্মী পুজোর দিন মায়ের আশীর্বাদ সকলের উপর বর্ষিত হোক। যার যা দুঃখ রয়েছে, তা ঘুচে যাক একে একে। কোজাগরী লক্ষ্মী পুজোর অসংখ্য শুভেচ্ছা ও প্রীতি জানাই তোমাকে ও তোমার পরিবারকে।
- মা লক্ষ্মী তোমার সংসারে পদার্পণ করুক। তাঁর কৃপায় ধন, ঐশ্বর্যের মালিক হয়ে ওঠো তোমরা। এই কামনা করি। শুভ কোজাগরী লক্ষ্মীপুজো।
- কোজাগরী পূর্ণিমায় যেমন চাঁদের আলোয় পৃথিবী ভেসে যায়, তেমনই মায়ের আশীর্বাদে ভরে উঠুক তোমাদের সংসার, এই কামনা করি আজ। কোজাগরী লক্ষ্মীপুজোর অসংখ্য শুভেচ্ছা ও প্রীতি জানাই।
- কোজাগরী লক্ষ্মীপুজো মানেই দুঃখ ঘুচে যাওয়ার সেই মাহেন্দ্রক্ষণ। এই ক্ষণে মা যেন আলোর মতো এসে সব আঁধার ঘুচিয়ে দেন। কোজাগরী লক্ষ্মীপুজোর অসংখ্য শুভেচ্ছা ও প্রীতি জানাই।
আরও পড়ুন - Laxmi Puja Wishes: মা লক্ষ্মীর আশীষে ঘুচে যাক দুঃখ, কোজগরী পূর্ণিমার শুভেচ্ছা জানান প্রিয়জনদের