বংশবিস্তারের জন্য এবং সর্বোপরি একটি দেশের জনসংখ্যা বৃদ্ধির জন্য স্বামী-স্ত্রীর যৌন মিলন এবং গর্ভধারণ করা আবশ্যক। খুব স্বাভাবিক নিয়মে সারাদিনের ব্যস্ততার পর বিশেষত রাতে এই কাজে লিপ্ত হন স্বামী-স্ত্রী। কিন্তু এবার সারাদিনের কাজের বিরতির মধ্যেই যৌন মিলনে লিপ্ত হওয়ার আহ্বান জানাল রাশিয়া সরকার।
রাশিয়ার ক্রমাগত হ্রাসপ্রাপ্ত জন্মহারের সঙ্গে মোকাবিলা করার জন্য এবার রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন কর্মক্ষেত্রে মধ্যাহ্নভোজন এবং কফি বিরতির সময় ঘনিষ্ঠ সম্পর্কে লিপ্ত হওয়ার জন্য রাশিয়ানদের উৎসাহিত করছেন বলে জানা গেছে। বর্তমানে রাশিয়ার সন্তানের জন্মহার ১.৫, স্বাভাবিক স্থিতিশীলতা বজায় রাখার জন্য যা প্রয়োজন ২.১।
রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী ডক্টর ইয়েভজেনি শেস্তোপলভ বিষয়টির উপর জোর দিয়ে বলেছেন, কর্মক্ষেত্রে অতিরিক্ত ব্যস্ত থাকার ফলে জন্মের হার ধীরে ধীরে কমে যাচ্ছে। কিন্তু এটি কোনও ভাবেই মেনে নেওয়া যায় না। সারাদিনে ১২ থেকে ১৪ ঘন্টা কাজ করার পর যৌন মিলনে লিপ্ত হওয়ার সময় পাওয়া যায় না বা ক্লান্তির ফলে সেটা হয়ে ওঠে না তাই কর্ম ক্ষেত্রে বিরতির সময়গুলি যৌন মিলনে লিপ্ত হওয়ার কাজে ব্যবহার করতে হবে।
(আরও পড়ুন: পুজোয় একটু নিরিবিলি দরকার? নাগালের মধ্যেই খুলছে নতুন ট্রেকিং রুট)
প্রসঙ্গত, ১৯৯৯ সালের পর থেকে রাশিয়ার জন্ম আর উল্লেখযোগ্যভাবে কমেছে। চলতি বছরের জুন মাসে রাশিয়ার জীবিত মানুষের সংখ্যা ১০০,০০০ -এর নিচে নেমে এসেছে। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা Rosstat -এর মতে, ২০২৪ সালের জানুয়ারি থেকে জুন মাসের মধ্যে শিশু জন্মের হার কমেছে প্রায় ১৬,০০০। শুধু তাই নয়, ইউক্রেনে চলমান সংঘাতের কারণে ২০২৪ সালে রাশিয়ায় মৃত্যুর সংখ্যা ৪৯,০০০।
রাশিয়ার ক্রম হ্রাসপ্রাপ্ত জন্মহার বাড়ানোর জন্য যে যে পদক্ষেপ নেওয়া হয়েছে তার মধ্যে উল্লেখযোগ্য হল
১) বিনামূল্যে উর্বরতা পরীক্ষা: মহিলাদের বিশেষ করে যাদের বয়স ১৮ থেকে ৪০ বছরের মধ্যে, তাদের প্রজজন ক্ষমতা মূল্যায়ন করার জন্য বিনামূল্যে উর্বরতা পরীক্ষা করানো হবে।
২) নিয়োগকর্তার পদক্ষেপ: মহিলা কর্মচারীদের সন্তান ধারণ উৎসাহিত করার জন্য নিয়োগকর্তাদের প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে।
৩) অর্থ প্রদান: রাশিয়ার চেলিয়াবিনস্ক এলাকায় ২৪ বছরের কম বয়সী মহিলাদের প্রথম সন্তানের জন্য ৮,৫০০ পাউন্ড দেওয়া হবে।
(আরও পড়ুন: এভাবেও ফিরে আসা যায়! অসুস্থতার মাঝেই নববধূর সাজে হিনা খান)
৪) গর্ভপাত সীমিত: প্রয়োজন ছাড়া গর্ভপাত করানো যাবে না। সন্তান লালন পালন করা নারীদের প্রধান কর্তব্য তাই কোনও ভাবেই বিনা কারণে গর্ভপাত করানো যাবে না বলে জানিয়েছে রাশিয়া সরকার
৫) বিবাহ বিচ্ছেদের ফি: বিবাহ বিচ্ছেদকে নিরুৎসাহিত করার জন্য বিবাহ বিচ্ছেদের ফি বাড়িয়ে দেওয়া হলো অনেকটা।