আকাশগঙ্গা গ্যালাক্সির অন্যতম নক্ষত্র সূর্য। এই সূর্যকে ঘিরেই তৈরি হয়েছে সৌরজগত। পৃথিবী সহ অন্যান্য গ্রহের আকাশে সেই সূর্যই বিরাজমান থাকে সবসময়। কিন্তু এবার সোশ্যাল মিডিয়ার পর্যায় এমন একটি ভিডিয়ো উঠে এলো যা দেখে তাজ্জব গেলেন সকলে।
ভাইরাল হওয়া ভিডিয়োয় দেখা যাচ্ছে, আকাশে আচমকা একসঙ্গে সাত সাতটি সূর্যের দেখা পাওয়া গেছে। আজগুবি মনে হলেও এটি কিন্তু সত্যি ঘটনা। এই দৃশ্য দেখে চমকে গেছেন অনেকেই। তবে ভারত নয়, ভারতের প্রতিবেশী দেশ চীনের আকাশে দেখা গেছে এমন আজব দৃশ্য।
(আরও পড়ুন: ১০০ বছর বাঁচার ইচ্ছা? মেনে চলুন তাহলে এই ৪টি সহজ উপায়, মনস্কামনা হবে পূর্ণ)
চীনের সিচুয়ান প্রদেশের চেংদু শহরের আকাশে দেখা গেল এমন অদ্ভুত দৃশ্য। গত ১৮ আগস্ট চীনের আকাশে সাত সাতটি সূর্যের আবির্ভাব ঘটেছে বলে জানা যায়। স্বাভাবিকভাবেই এই দৃশ্য মুহূর্তের মধ্যে ছড়িয়ে যায় সোশ্যাল মিডিয়ায়। সাংহাই ডেইলি নামক সংবাদ মাধ্যমেও এই ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে যায়। পরবর্তী সময়ে দেশের গণ্ডি ছেড়ে গোটা বিশ্বে ছড়িয়ে পড়ে এই ছবি এবং ভিডিয়ো।
তবে এটি অলৌকিক ঘটনা নয় বলেই দাবি করেছেন বিজ্ঞানীরা। এর পেছনে রয়েছে Sun Dog বা Parhelion। বিজ্ঞানীদের মতে, সত্যি সত্যি কিন্তু চীনের আকাশের সাত সাতটি সূর্যের আবির্ভাব ঘটেনি। আসলে গোটাটাই দৃষ্টিভ্রম। পৃথিবীর বায়ুমন্ডলে কুচি কুচি বরফের স্ফটিকের মাধ্যমে সূর্যালোকের প্রতিসরণ ঘটেছিল, তার ফলেই এই দৃষ্টিভ্রম হয়েছে বলে মনে করা হচ্ছে।
তবে Sun Dog বা Parhelion একটি বিরল ঘটনা। বায়ুমণ্ডলের স্ট্র্যটোস্ফীয়ারে বরফের মেঘ জমা হয়, যাক খালি চোখে একেবারেই দেখা যায় না। মেঘের মধ্যে মিশে থাকা বরফের সুক্ষ স্ফটিকের মধ্যে দিয়ে সূর্যালোকের প্রতিসরণ ঘটে। মাটি থেকে ৫০ কিলোমিটার উচ্চতায়, তৈরি হওয়া বরফের মেঘ ভীষণ পাতলা হয়।
(আরও পড়ুন: শরীরে ৬৩১ জন সৈনিকের নামে ট্যাটু, নাম উঠল ইন্ডিয়া বুক অফ রেকর্ডে)
চোখের দেখা না গেলেও এই বরফ বায়ুমণ্ডলের উপরিস্তরে বিরাজ করে। সেখান থেকেই এই বলয়ের সৃষ্টি হয়। এই বলয়ের মধ্যে দিয়ে সূর্যালোকের প্রতিসরণ ঘটলে একাধিক প্রতিবিম্ব তৈরি হয় সূর্যের। মনে হয় যেন একাধিক সূর্য দেখা যাচ্ছে চোখের সামনে। যে সমস্ত অঞ্চলের তাপমাত্রা বেশি ঠান্ডা, সেখানেই মূলত এমন দৃশ্য চোখে পড়ে।