বাংলা নিউজ > টুকিটাকি > মাছ ধরতে গিয়ে ভ্রুক্ষেপ নেই! অবহেলার কারণে মৃত অগুনতি বিরল কচ্ছপ
পরবর্তী খবর
মাছ ধরতে গিয়ে ভ্রুক্ষেপ নেই! অবহেলার কারণে মৃত অগুনতি বিরল কচ্ছপ
1 মিনিটে পড়ুন Updated: 14 Feb 2025, 04:15 PM ISTSujata Roy
Decreasing number of Rare Turtles in Tamilnadu: তামিলনাড়ুতে অবৈধভাবে মাছ ধরার কারণে বিপুল হারে মারা যাচ্ছে কচ্ছপেরা। বিরাট ক্ষতি হতে পারে বাস্তুতন্ত্রের ওপর।
তামিলনাড়ুতে বিপন্ন অলিভ রিডল কচ্ছপেরা
তামিলনাড়ুর চেন্নাই ও চেঙ্গলপাট্টু জেলায় গত তিন সপ্তাহে ১,৩০০-রও বেশি বিপন্ন অলিভ রিডলে কচ্ছপের মৃতদেহ পাওয়া গেছে। সংরক্ষণবিদদের মতে, বটম ট্রলিং ও গিল নেটের দ্বারা ক্ষতিকরভাবে মাছ ধরার কারণেই এত সংখ্যক কচ্ছপ মারা যায়।
"চেন্নাইয়ের মেরিনা বিচ থেকে চেঙ্গালপাট্টুর কোভালাম পর্যন্ত ৩৪ কিলোমিটার উপকূলরেখায় মৃত সামুদ্রিক কচ্ছপ ভেসে আসা অস্বাভাবিক দৃশ্য নয়। তবে, এই বছর রিপোর্টে মৃত্যুর সংখ্যা উদ্বেগজনক," - বললেন, চেন্নাই ভিত্তিক সামুদ্রিক কচ্ছপ সংরক্ষণ নেটওয়ার্কের স্বেচ্ছাসেবক শ্রাবণ কৃষ্ণান।
গত শনিবার, চেন্নাইতে প্রায় ৮৫টি নতুন মৃত কচ্ছপ ভেসে এসেছিল। কোভালামে, ২১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
তামিলনাড়ুর সামুদ্রিক মৎস্য শিকার নিয়ন্ত্রণ আইন (১৯৮৩) অনুযায়ী, মাছ ধরার নৌকাগুলোকে উপকূল থেকে কমপক্ষে প্রায় ৯.২৬ কিমি দূরে থাকতে হবে, যাতে ছোট নৌকা ব্যবহারকারী ক্ষুদ্র মৎস্যজীবীদের জন্য উপকূলীয় অঞ্চল সংরক্ষিত থাকে। তবে, বাণিজ্যিক মৎস্য সংস্থাগুলো প্রায়ই এই নিয়ম লঙ্ঘন করে।
ট্রল নেট থেকে কচ্ছপদের পালাতে সাহায্য করার জন্য টার্টল এক্সক্লুডার ডিভাইস (টিইডি) ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। তবে, বড় মৎস্যজীবীরা এই ডিভাইস ব্যবহার করতে অনিচ্ছুক, কারণ তারা মনে করেন এটি তাদের মাছের পরিমাণ কমিয়ে দেবে।
চেন্নাইয়ের বন্যপ্রাণী রক্ষক মানীশ মীনা জানিয়েছেন, বন ও মৎস্য কর্তৃপক্ষ মৎস্যজীবী সমিতিগুলোর সাথে বৈঠক করে সতর্ক করেছে যে, যদি ট্রল নৌকাগুলো টিইডি ছাড়া পরিচালিত হয়, তবে সরকার তাদের ভর্তুকি কমিয়ে দেবে এবং অপরাধের জন্য ৫০০০ টাকা জরিমানা করা হবে। ইতিমধ্যে, ৩০টি ট্রলার নৌকা আটক করা হয়েছে এবং ১৭২টির বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হয়েছে।
তামিলনাড়ুতে ২০১৭ সাল থেকে টিইডি ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। সরকার পাঁচ নটিক্যাল মাইলের মধ্যে মৎস্য শিকার নিষিদ্ধ এলাকায় নিয়ন্ত্রণ জোরদার করার জন্য একটি টাস্ক ফোর্স গঠন করেছে। অলিভ রিডলে কচ্ছপরা সমুদ্রের বাস্তুতন্ত্রের ভারসাম্য রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাদের প্রধান খাদ্য জেলিফিশ, যা অতিরিক্ত পরিমাণে বৃদ্ধি পেলে সমুদ্রের বাস্তুতন্ত্রের ক্ষতি হতে পারে। সংরক্ষণবিদরা বলছেন, কচ্ছপদের সুরক্ষার জন্য টিইডি ব্যবহারের প্রচার ও নিয়ন্ত্রণ কার্যকর করা জরুরি।