Howrah-Amritsar Mail: হাওড়া-অমৃতসর মেল থেকে পরপর ১২ জন যাত্রী ঝাঁপ দিয়ে আহত! অগ্নিনির্বাপক যন্ত্র নিয়ে ট্রেনে কী ঘটল?
Updated: 11 Aug 2024, 09:23 PM IST Sritama Mitra 11 Aug 2024 howrah amritsar passenger, Indian Railways, passenger, injured, হাওড়া অমৃতসর মেল, আহত, যাত্রীনর্দান রেলওয়ের মোরাদাবাদ ডিভিশনের আওতায় পড়ে উত্তর... more
নর্দান রেলওয়ের মোরাদাবাদ ডিভিশনের আওতায় পড়ে উত্তর প্রদেশের বিলপুর স্টেশন। সেখানেই ঘটে গিয়েছে এই ভয়াবহ দুর্ঘটনা।
ফের রেলকে ঘিরে আরও এক ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেল। উত্তর প্রদেশের বিলপুরের কাছে, চলন্ত হাওড়া-অমৃতসর মেল থেকে পর পর ১২ জন যাত্রীর ঝাঁপ দেন বলে খবর। তাঁরা সকলেই আহত হয়েছেন বলে খবর। গোটা ঘটনার সবত্রপাত অগ্নিনির্বাপক যন্ত্রকে ঘিরে। ট্রেনের ভিতর কয়েকজন অগ্নিনির্বাপণ যন্ত্র চালাচ্ছিলেন। ফলে কোচ ভরে যায় ধোঁয়ায়, তার জেরেই আতঙ্কে এই ঝাঁপ! (প্রতীকী ছবি।)
পরবর্তী ফটো গ্যালারি