পরবর্তী খবর
বাংলা নিউজ > ঘরে বাইরে > Anubrata Mondal in Delhi: রাত দেড়টা পর্যন্ত দিল্লিতে বিচারকের বাড়িতে শুনানি, ৩ দিনের ED হেফাজতে কেষ্ট
রাত দেড়টা পর্যন্ত দিল্লিতে বিচারকের বাড়িতে চলল শুনানি। সেই শুনানির শেষে বীরভূমের তৃণমূল কংগ্রেস জেলা সভাপতি অনুব্রত মণ্ডলকে (কেষ্ট) তিনদিনের এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি) হেফাজতের নির্দেশ দিলেন দিল্লির একটি আদালতের বিচারক রাকেশ কুমার। তবে গরুপাচার মামলায় কেষ্টকে ১৪ দিনের হেফাজতে চেয়ে আবেদন করেছিলেন কেন্দ্রীয় সংস্থার আইনজীবী। যে শুনানি রাত একটার পর শুনানি শুরু হয়। শেষপর্যন্ত তাঁকে আগামী ১০ মার্চ ইডি হেফাজতের নির্দেশ দেওয়া হয়েছে।
(বিস্তারিত পরে আসছে)