Budget 2025 News Updates: সম্পত্তি করেও এবারের বাজেটে বড়সড় কর ছাড় দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। শনিবারের বাজেটে তিনি বলেন, কারও নিজের নামে থাকা দুটি সম্পত্তির বাৎসরিক মূল্যকে ‘nil’ বা শূন্য হিসেবে ধার্য করা যাবে। অর্থাৎ আয়কর ফাইল করার সময় যেকোনও দুটি সম্পত্তির বাৎসরিক মূল্যের জায়গায় শূন্য় লেখা যাবে। ফলে ওই দুটো সম্পত্তির জন্য কোনও কর ধার্য করা হবে না। তবে কিছু শর্তও রয়েছে এই ক্ষেত্রে। নির্দিষ্ট কিছু শর্ত মানলে তবেই কর মকুব করা হবে। অন্যদিকে করদাতার সুবিধা-অসুবিধা বিবেচনা করে বিনা শর্তেও করা হতে পারে সম্পত্তি কর।
আরও পড়ুন - বিদেশে উচ্চশিক্ষায় বড়সড় কর ছাড় ২০২৫-এর বাজেটে! মানতে হবে এই শর্তগুলি
আরও পড়ুন - আয়করে 'বেসিক এক্সেম্পশন' বেড়েছে এবারের বাজেটে, জেনে নিন বিশদে
বাজেট অনুযায়ী, কেন্দ্রের তরফে ২৩ ধারার ২ উপধারাকে সংশোধন করার প্রস্তাব জানানো হয়েছে। প্রসঙ্গত, এই ধারাতেই ঘরবাড়িসহ বিভিন্ন স্থাবর সম্পত্তির কর সংক্রান্ত আইন রয়েছে।
আরও পড়ুন - ভারতীয়দের স্বপ্নের বাজেট, উন্নয়নের ক্ষেত্রে সঙ্গী করে তুলবে মানুষকে, আপ্লুত মোদী
আরও পড়ুন - বিহার নিয়ে একের পর এক 'উপহার' নির্মলার, পড়শি রাজ্য নিয়ে কী কী ঘোষণা বাজেটে?
নথি অনুযায়ী, ওই ধারার ২ উপধারায় বলা হচ্ছে, যেসব ব্যক্তির বাসস্থান সূত্রে একটি বাড়ির সম্পত্তি রয়েছে অথবা কর্মজীবনের কারণে থাকতে পারেন না এমন একটি বাড়ির সম্পত্তি রয়েছে, সেই বাড়ির সম্পত্তির বাৎসরিক মূল্য নেই বলে ধরা যাবে।
আরও পড়ুন - এই ৪ দেশেই সবচেয়ে বেশি ইনকাম ট্যাক্স দিতে হয় নাগরিকদের
আরও পড়ুন - কেন্দ্রীয় বাজেট: অর্থমন্ত্রী নির্মলা সীতারামন আগের বাজেটগুলিতে শাড়ি পরতেন
অন্যদিকে এই ধারার ৪ নম্বর উপধারা বলছে, শুধুমাত্র দুটো বাড়ির ক্ষেত্রে এই বিশেষ ছাড় মকুব করা হবে। এর থেকে বেশি সম্পত্তি থাকলে কর সংক্রান্ত এই ছাড় প্রযোজ্য হবে না।