আদানির বিরুদ্ধে মার্কিন যুক্তরাষ্ট্রের বিচার বিভাগ মামলা করেছে। সেই খবর সামনে আসতেই ফের একবার বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানিয়ে সরব হয়েছে কংগ্রেস। আজ এই নিয়ে দীর্ঘ এক সোশ্যাল মিডিয়া পোস্ট করেন কংগ্রেসে সাধারণ সম্পাদক জয়রাম রমেশ। সেখানে তিনি ফের যুগ্ম সংসদীয় কমিটি গঠন করে তদন্তের দাবি জানান। এদিকে রাহুল গান্ধী গৌতম আদানির গ্রেফতারির দাবি করেন। (আরও পড়ুন: মার্কিন মামলায় অভিযুক্ত আদানিকে গ্রেফতার করা হোক ভারতে, দাবি রাহুল গান্ধীর)
আরও পড়ুন: মার্কিন বিচার বিভাগও তো বলছে... ঘুষ কাণ্ডে মুখ খুলে পালটা ‘গুগলি’ আদানি গোষ্ঠীর
আরও পড়ুন: LAC-র ওপারেই PLA-র ১.২ লাখ সেনা! চিনা প্রতিরক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকে রাজনাথ
নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে জয়রাম রমেশ লেখেন, 'গৌতম আদানি, সাগর আদানি সহ অন্যদের বিরুদ্ধে মার্কিন অ্যাটর্নির অফিস ৫ দফা অভিযোগ এনেছেন। অভিযোগ করা হয়েছে, ভারতীয় সরকারি আধিকারিকদের ২৫ কোটি ডলার (ভারতীয় মুদ্রায় ২১০০ কোটি) ঘুষ দেওয়া হয়েছে ২০২০ থেকে ২০২৪ সালের মধ্যকার সময়ে। এই ঘুষ নাকি লাভজনক সৌর বিদ্যুৎ প্রকল্প হাতে পাওয়ার জন্যে দেওয়া হয়েছিল। সেই প্রকল্পে নাকি কর দেওয়ার পরও ২ বিলিয়ন ডলার (ভারতীয় মুদ্রায় ১৬,৮০০ কোটি) লাভ হত। অভিযোগ করা হয়েছে, গৌতম আদানি নাকি ব্যক্তিগত ভাবে সরকারি আধিকারিকদের সঙ্গে দেখা করে ঘুষ নিয়ে আলোচনা করেছেন। এবং সেই সংক্রান্ত প্রমাণ আছে ইলেকট্রনিক এবং সেলুলার ডিভাইসে।' (আরও পড়ুন: ১০ হাজার কোটির কেলেঙ্কারি... কসবাকাণ্ডের আবহে CBI চাইলেন কুণাল ঘোষ!)
আরও পড়ুন: বাজার খুলতেই ধস আদানির শেয়ারগুলিতে, কোনও স্টকের দাম পড়ল ১৫%, তো কোনওটা ২০%
জয়রাম রমেশ আরও লেখেন, 'প্রধানমন্ত্রীর ছত্রছায়ায় দীর্ঘদিন ধরে যে জালিয়াতি হয়ে আসছে, তারই ধারাবাহিকতায় এমনটা হয়েছে। আদানিকে নিয়ে তদন্ত করতে যে এক বিদেশি বিচার ব্যবস্থাকে নামতে হয়েছে, তা থেকেই প্রমাণিত যে ভারতীয় বিচার ব্যবস্থা কীভাবে বিজেপির কব্জায়। আমাদের এখন নতুন এক সেবি প্রধান প্রয়োজন। আদানির এই বিশাল জালিয়াতির পর্দা ফাঁস করতে অবিবম্বে যুগ্ম সংসদীয় কমিটি গঠন করে পূর্ণাঙ্গ তদন্ত করা উচিত।' (আরও পড়ুন: ঘুষকাণ্ডে আমারেকিয়া অভিযুক্ত গৌতম, আদানির বন্ডের দাম কমল হু হু করে)
আরও পড়ুন: ঘুষ কাণ্ডে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, এক্সেল শিটে তথ্য ‘সেভ’ করে রেখেছিল আদানি?
আরও পড়ুন: আন্দামান সাগরে তৈরি হচ্ছে গভীর নিম্নচাপ, ফের আছড়ে পড়বে ঘূর্ণিঝড়?
উল্লেখ্য, ভারতের সরকারি আধিকারিকদের ২৫ কোটি ডলারের ঘুষের প্রস্তাব দেওয়া অভিযোগ উঠেছে আদানির বিরুদ্ধে। এই আবহে মার্কিন মুলুকে একটি মামলায় ভাইপো সহ অভিযুক্ত হয়েছেন ধনকুবের গৌতম আদানি। এই আবহে গৌতন আদানি এবং তাঁর ভাইপো সহ বেশ কয়েকজন ভারতীয় ব্যবসায়ীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করেছে মার্কিন প্রশাসন। রিপোর্ট অনুযায়ী, মার্কিন বিনিয়োগকারীদের প্রতারণা এবং কর্মকর্তাদের ঘুষের প্রস্তাব দেওয়ার অভিযোগ এনে আদানি গ্রুপের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ধনকুবের গৌতম আদানির বিরুদ্ধে অভিযোগ এনেছে মার্কিন বিচার বিভাগ এবং মার্কিন সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। জানা গিয়েছে এই মামলায় গৌতম আদানির পাশাপাশি সাগর আদানি, আদানি গ্রিন এনার্জি লিমিটেডের নির্বাহী এবং আজিউর পাওয়ার গ্লোবাল লিমিটেডের নির্বাহী সিরিল কাবানেসকেও অভিযুক্ত করা হয়েছে।