‘গুন্ডাগিরি করছেন?’ - তাঁর 'ধাক্কায়' পড়ে যাওয়া বিজেপি সাংসদকে দেখতে গিয়ে রোষের মুখে পড়লেন রাহুল গান্ধী। যে ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে গিয়েছে। সংবাদসংস্থা পিটিআইয়ের ভিডিয়োয় দেখা গিয়েছে, যে প্রতাপ সারাঙ্গিকে ধাক্কা মারার অভিযোগ উঠেছে রাহুলের বিরুদ্ধে, তাঁকে দেখতে চান কংগ্রেস সাংসদ। সেইসময় বিজেপি সাংসদের কপালে রুমাল দেওয়া হচ্ছিল। পাশে ছিলেন নিশিকান্ত দুবে-সহ অন্যান্য বিজেপি সাংসদরা। সেইসময় রাহুলকে উদ্দেশ্য করে নিশিকান্তকে বলতে শোনা যায়, 'আপনার লজ্জা করে না? কী? রাহুল কী? গুন্ডাগিরি করছেন? বুড়ো লোকটাকে ফেলে দিলেন?'
মহিলা সাংসদের সঙ্গে কথার লড়াই রাহুলের
যদিও নিশিকান্তের কথার কোনও উত্তর দেননি রাহুল। অপর এক মহিলা সাংসদের সঙ্গে কিছু একটা কথা বলতে থাকেন। আর সেইসময় রাহুল বলেন, 'উনি আমায় ঠেলে দিয়েছেন। উনি আমায় ধাক্কা মেরেছেন।' সেটা বলেই রাহুল চলে যেতে থাকেন। সেইসময় ওই মহিলা সাংসদকে উত্তেজিতভাবে বলতে দেখা যায়, ‘উনি আপনাকে ধাক্কা মারেননি। উনি আপনাকে ধাক্কা মারেননি।’ যে প্রতাপ আপাতত হাসপাতালে ভরতি আছেন। সূত্রের খবর, তাঁকে ফোন করে স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।
‘আমায় ধাক্কা মারা হয়েছিল’, পালটা দাবি রাহুলের
পরে রাহুল দাবি করেন, বিজেপি সাংসদরা তাঁদের সংসদ ভবন ঢুকতে দিচ্ছিলেন না। তাঁর কথায়, ‘ওই দৃশ্যটা হয়তো আপনাদের ক্যামেরায় আছেন। প্রবেশদ্বার দিয়ে আমি সংসদে ঢোকার চেষ্টা করছিলাম। কিন্তু বিজেপি সাংসদরা আমায় আটকানোর চেষ্টা করছিলেন। আমায় ধাক্কা মারছিলেন এবং আমায় হুমকি দিচ্ছিলেন...। তাই এরকম হয়েছে।'
রায়বরেলির কংগ্রেস সাংসদ তথা বিরোধী দলনেতা আরও বলেন, 'হ্যাঁ, এটা হয়েছে (মল্লিকার্জুন খাড়গেকে ধাক্কা মারা হয়েছে)। কিন্তু সেই ধাক্কাধাক্কির জেরে আমাদের উপরে কোনও প্রভাব পড়েনি। এটা প্রবেশদ্বার। আর আমাদের ভিতরে (সংসদের ভিতরে) ঢোকার অধিকার আছে। বিজেপি সাংসদরা আমাদের আটকানোর চেষ্টা করছিলেন। মূল বিষয়টা হল যে তাঁরা সংবিধানকে আক্রমণ করছেন। আর আম্বেদকর জি'কে অপমান করছেন।’
সিসিটিভি দেখলেই পুরোটা স্পষ্ট হবে, পালটা বিজেপির
যদিও সেই অভিযোগ অস্বীকার করেছেন বিজেপি নেতারা। বিজেপি সাংসদ প্রহ্লাদ জোশী বলেন, ‘(ভিতরে ঢোকার জন্য) রাহুল গান্ধীর কাছে অনেক জায়গা ছিল। কিন্তু উনি সম্বিত পাত্রকেও ধাক্কা মেরেছেন। সেটার কোনও দরকার ছিল না, কারণ তাঁর কাছে অনেক জায়গা ছিল। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখলেই সকলে জানতে পারবেন যে আসলে কী ঘটনা ঘটেছে।’