Israel-Hezbollah: ঠিক ইজায়েলি এয়ারস্ট্রাইক আছড়ে পড়ার জায়গা থেকে উদ্ধার হেজবোল্লা চিফ নাসারাল্লার দেহ- Report
Updated: 29 Sep 2024, 08:18 PM IST Sritama Mitra 29 Sep 2024 hezbollah, Hassan Nasrallah, deadbody, israel airstrike, হেজবুল্লা, হাসান নাসারাল্লা, মৃতদেহ, ইজরায়েল, এয়ারস্ট্রাইকএক ফরাসী সংবাদপত্রের রিপোর্টে দাবি করা হয়, ওই গুপ্... more
এক ফরাসী সংবাদপত্রের রিপোর্টে দাবি করা হয়, ওই গুপ্তচর আগেই ইজরায়েলকে জানান, সেদিন হিজবোল্লা প্রধান নাসারাল্লা দক্ষিণ বেইরুটে, সংগঠনের হেডকোয়ার্টারে উপস্থিত থাকবে। নাসারাল্লার সঙ্গে সেখানে সংগঠনের নেতাদের বৈঠক হওয়ার কথা রয়েছে, বলে জানানো হয়।
এদিকে, বাঙ্কারে থাকা অবস্থায় নাসারাল্লার মৃত্যু কীভাবে হয়েছে, তা নিয়ে ব্যাপক চর্চা বিশ্ব জুড়ে। আপাতভাবে জানা যাচ্ছে, ইজরায়েলের এয়ারফোর্স পরিকল্পনা মাফিক এই এয়ারস্ট্রাইক চালায় নাসারাল্লাকে নিকেশ করতে। দক্ষিণ বেইরুটে কার্যত দুর্গের মতো ঘেরা এক জায়গায় আন্ডার গ্রাউন্ডে থাকা নাসারাল্লার ওপর এই ইজরায়েলের হানা নিঃসন্দেহে ইরানকে স্বস্তিতে রাখেনি। ইরান সমর্থিত নাসারাল্লাহদের হিজবোল্লা সংগঠনের সঙ্গে ইজরায়েলের সংঘাত বহুদিনের। গাজা যুদ্ধের সময় থেকে এই সংঘাত প্রকট হয়। (Photo by AHMAD AL-RUBAYE / AFP)
(AFP) পরবর্তী ফটো গ্যালারি