মার্কিন মুলুকের হিউস্টোন বিশ্ববিদ্যালয়ে হিন্দু ধর্ম নিয়ে কোর্স করানো হচ্ছে। আর, তা নিয়ে দানা বেঁধেছে নয়া বিতর্ক। যদিও বিশ্ববিদ্যালয়ের দাবি, তারা সর্বদাই উদারপন্থী ও স্বাধীন শিক্ষা চেতনার পক্ষপাতী। কিন্তু, বিশ্ববিদ্যালয়েরই এক পড়ুয়ার অভিযোগ, সংশ্লিষ্ট কোর্সের বিষয়বস্তু বা কনটেন্ট আপত্তিকর! তা আদতে 'হিন্দুফোবিক'। ইন্ডিয়া টুডে এই সংক্রান্ত যে প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে অন্তত এমনই দাবি করা হয়েছে।
সংশ্লিষ্ট ওই কোর্সের নাম দেওয়া হয়েছে - 'লিভ্ড হিন্দু রিলিজিয়ন'। এই কোর্স বা পাঠক্রম সম্পর্কে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের বক্তব্য হল - 'শিক্ষাগত অনুশাসন মেনে ধর্মীয় বিষয়ে অধ্যয়ন করার জন্যই এই কোর্স চালু করা হয়েছে। যেখানে কিছু নির্দিষ্ট শব্দবন্ধ ব্যবহার করা হয়েছে। যেমন - ফান্ডামেন্টালিজম। এটি আসলে একটি মাধ্যম - যার সাহায্যে বিভিন্ন ঐতিহ্যের মধ্যে নিহিত খ্রিস্ট, ইসলাম, বৌদ্ধ ও হিন্দু ধর্মের আন্দোলনগুলিকে বিশ্লেষণ করা হয়েছে।'
অভিযোগ উঠেছে, যেভাবে এই সমস্ত বিষয়গুলি ব্যাখ্যা করা হয়েছে, তার ফলে বিভ্রান্তি ও ভুল বোঝাবুঝি সৃষ্টি হতে পারে। এক্ষেত্রে বিশ্ববিদ্য়ালয়ের বক্তব্য হল, 'প্রকাশ্য়ে এবং বিভিন্ন রাজনৈতিক মঞ্চে এই অ্যাকাডেমিক শব্দবন্ধগুলি কীভাবে ব্যবহার করা হচ্ছে, তার ফলে কখনও কখনও ভুল বোঝাবুঝি হতে পারে।'
কর্তৃপক্ষের তরফে আরও বলা হয়েছে, তারা কোনও ব্যক্তি বিশেষের ভাষণ পর্যালোচনা করেনি। এবং শিক্ষকদের মাঝেমধ্যে জটিল, এমনকী চ্যালেঞ্জিং বিষয় নিয়েও পড়াশোনা করার সুযোগ তৈরি করে দিয়েছে।
এই বিষয়ে সংবাদ সংস্থা এএনআই যে প্রতিবেদন প্রকাশ করেছে, সেই অনুসারে - বিশ্ববিদ্যালয়ের এক পড়ুয়া এই কোর্স নিয়ে অভিযোগ জানানোর পরই বিশ্ববিদ্যালয়ের ডিন এবং ধর্মীয় শিক্ষা শাখার ডিরেক্টর বিষয়টি নিয়ে আলোচনা করেছেন। তাঁরা সংশ্লিষ্ট অধ্যাপকের সঙ্গে এ নিয়ে কথাও বলেছেন।
প্রসঙ্গত, সংশ্লিষ্ট কোর্সটি পড়ানোর দায়িত্ব পেয়েছেন অধ্যাপক অ্যারন মিশেল উলরে। তিনি এই সমালোচনার জবাব দিয়ে জানিয়েছেন, এই কোর্সে নির্দেশমূলক ধর্মীয় তত্ত্বকথার বদলে ব্যাখ্যামূলক নৃতত্ত্বের উপর জোর দেওয়া হয়েছে।
অধ্য়াপক জানান, তাঁর লক্ষ্য হল - এই কোর্সের মাধ্যমে দক্ষিণ এশিয়ার বিস্তৃত ইতিহাসে হিন্দু হিসাবে বিবেচিত একাধিক ধর্মের পরিশীলিত, যুক্তিগ্রাহ্য এবং ঐতিহাসিক জটিলতা তুলে ধরা।
অধ্যাপক অত্যন্ত দৃঢ়তার সঙ্গে জানান, তিনি কখনও এমন কোনও কিছুকেই হিন্দুত্বের ধারণা হিসাবে তুলে ধরেননি, যা ওই কোর্সের বিরোধী বা যা তাঁর ২৫ বছরেরও বেশি সময় ধরে করা শিক্ষকতা ও গবেষণার পরিপন্থী।