শুক্রবার ক্যালিফোর্নিয়ার সান জোয়াকুইন কাউন্টিতে একটি গ্যাং-সম্পর্কিত অপহরণ ও নির্যাতনের মামলায় আটজন ভারতীয় বংশোদ্ভূত ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। জানা যাচ্ছে এই ৮ জনই খলিস্তান জঙ্গি নেটওয়ার্কের সঙ্গে সম্পর্কিত। ধৃতদের মধ্যে এনআইএর (ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি)র 'মোস্ট ওয়ান্টেড' তালিকায় থাকা পবিত্র বাটালাও রয়েছে। কে এই পবিত্র বাটালা? আমেরিকার বুকে এই গ্যাং-জঙ্গি নেটওয়ার্ক কী ঘটাত?
আমেরিকার সান জোয়াকুইন কাউন্টি জুড়ে পুলিশের একাধিক টিম এই গ্যাং-জঙ্গি নেটওয়ার্কের কিনারা করতে তল্লাশি অভিযান শুরু করে। এই অভিযানেই ধরা পড়ে দিলপ্রীত সিং, অর্শপ্রীত সিং, অমৃতপাল সিং, বিশাল, পবিত্র সিং, গুরতাজ সিং, মনপ্রীত রন্ধাওয়া, সরবজিৎ সিংরা। রিপোর্ট বলছে, খলিস্তানপন্থী সংগঠন বব্বর খালসার সঙ্গে জড়িত পবিত্র সিংয়ের বিরুদ্ধে আগেই ইন্টারপোলে রেড কর্নার নোটিস জারি হয়েছিল। এর আগে, জুনেই পবিত্র বাটালার সঙ্গে বিকেআই-র তাবড় জঙ্গি লাখবীর লান্ডা ও জ্যোতিন্দর জ্যোতির নামও চার্জশিটে এনেছিল এনআইএ। জ্যোতির বিরুদ্ধে অভিযোগ ছিল, সে পঞ্জাবের গ্যাংস্টারদের অবৈধ অস্ত্র সরবরাহ করত। বাটালার গ্রাুন্ড অপারেটিভদের সঙ্গে ছিল জ্যোতির ওঠাবসা। এছাড়াও পঞ্জাবে খলিস্তানি নেটওয়ার্ককে জোরদার করতে এই ৩ অভিযুক্ত ভার্চুয়াল নম্বর ও এনক্রিপটেড অ্যাপ্লিকেশন ব্যবহার করে যেত। বেশ কিছু অফিসার সূত্রের দাবি, পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই সম্পর্কিত রিন্দা সাঁধুর থেকে নির্দেশ পেয়ে এই মডিউল কাজ চালাত।
জানা যাচ্ছে, বাটালাকে দেশে ফেরাতে ভারতীয় এজেন্সিগুলি আমেরিকার এজেন্সির সঙ্গে কথা বলছে। ফলত, খলিস্তান সম্পর্কিত জঙ্গি বাটালাকে প্রত্যর্পণের বেশ কিছু সম্ভাবনার কথা উঠে আসছে। সান জোয়াকুইন কাউন্টির শেরিফ বলেছেন, এফবিআই-র সোয়াজ ও এজেন্ট ইউনিটের সঙ্গে মিলে সেদেশের পুলিশের একটা বড় অংশ অভিযান চালিয়ে এই ৮ ভারতীয় বংশোদ্ভূতকে গ্রেফতার করে। এই ৮ জনের বিরুদ্ধে অপহরণ, নির্যাতন, মিথ্যা কারাদণ্ড, অপরাধ সংঘটনের ষড়যন্ত্র, সাক্ষীকে বাধা দেওয়া বা নিরুৎসাহিত করা, একটি আধা-স্বয়ংক্রিয় আগ্নেয়াস্ত্র দিয়ে আক্রমণ, সন্ত্রাসের হুমকি এবং গুরুতর অপরাধমূলক কাণ্ডকারখানার অভিযোগ রয়েছে। ধৃতদের কাছ থেকে নগদ ১৫,০০০ ডলার এবং বিপুল পরিমাণ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার হয়। তাদের বিরুদ্ধে মেশিনগান রাখা, অ্যাসল্ট অস্ত্র অবৈধভাবে রাখা, উচ্চ ক্ষমতা সম্পন্ন ম্যাগাজিন তৈরি বা বিক্রয়, একটি ছোট ব্যারেলযুক্ত রাইফেল তৈরি এবং একটি লোডেড, অনিবন্ধিত হ্যান্ডগান বহন করার মতো অন্যান্য অস্ত্র-সম্পর্কিত অভিযোগও রয়েছে।