এই কয়েকদিন আগেই ব্যাঙ্ককে নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠক করেছিলেন মহম্মদ ইউনুস। সেই বৈঠক নিয়ে জলঘোলা কম হয়নি। তবে সেই বৈঠকে বাংলাদেশের সঙ্গে ইতিবাচক সম্পর্ক রাখার কথা বলেছিলেন মোদী। এই আবহে এবার ভারত-বাংলাদেশ কূটনৈতিক সম্পর্কে ইতিবাচক পদক্ষেপ ঢাকার। দীর্ঘ বেশ কয়েক মাস পরে নয়াদিল্লিতে হাইকমিশনার পাঠিয়েছে বাংলাদেশ। (আরও পড়ুন: মোদীর বৈঠক নিয়ে 'গল্প' বলেছিলেন ইউনুসের সচিব, এবার সত্যিটা সামনে আনলেন উপদেষ্টা)
আরও পড়ুন: নিজেদের ভুল কার্যত মেনে নিয়েও ভারতকে নিশানা বাংলাদেশি উপদেষ্টার
এর আগে গত অক্টোবরে দিল্লি থেকে হাইকমিশনার মোস্তাফিজুর রহমানকে দেশে ফিরিয়েছিল ঢাকা। এরপর বিগত পাঁচমাস ধরে বাংলাদেশ হাইকমিশনের শীর্ষ পদে কেউ ছিলেন না। তবে এবার রিয়াজ হামিদুল্লাহকে হাইকমিশনার হিসেবে নয়াদিল্লিতে পাঠাল ঢাকা। এর আগে তিনি শ্রীলঙ্কায় হাইকমিশনার ও নেদারল্যান্ডসে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করেছেন বলে জানা গিয়েছে। এদিকে রিয়াজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ভারতের আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয়তেও পড়াশোনা করেছিলেন। তাঁকে ফেব্রুয়ারিতেই ভারতের হাইকমিশনার হিসেবে নিয়োগ করেছিলেন ইউনুস। তবে তাঁকে দিল্লিতে পাঠায়নি ঢাকা। যদিও মোদীর সঙ্গে বৈঠকের পর ইউনুসের সরকার হামিদুল্লাহকে নয়াদিল্লিতে পাঠাচ্ছে।
এদিকে ৮ এপ্রিল বাংলাদেশের বিদেশ উপদেষ্টা তৌহিদ হুসেন মোদী-ইউনুস বৈঠক নিয়ে মুখ খোলেন। তিনি বলেছিলেন, 'ভারতের প্রধানমন্ত্রীও বাস্তবতার নিরিখে ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক এগিয়ে নেওয়ার কথা বলেছেন। ভারত-বাংলাদেশের সম্পর্ক জনগণ-কেন্দ্রিক। ভারতের প্রধানমন্ত্রী অধ্যাপক ইউনুসকে বলেন, ইতিবাচক ও গঠনমূলক সম্পর্ক গড়ার বিষয়ে ভারতের আকাঙ্খার কথা তুলে ধরেন। গণতান্ত্রিক, স্থিতিশীল, শান্তিপূর্ণ, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশের প্রতি ভারতের সমর্থনের কথাও বৈঠকে তুলে ধরেন ভারতের প্রধানমন্ত্রী।'
এর আগে ইউনুসের সঙ্গে বৈঠকের পর মোদী লিখেছিলেন, 'বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা মহম্মদ ইউনুসের সাথে সাক্ষাৎ করেছি। ভারত বাংলাদেশের সাথে একটি গঠনমূলক ও জনকেন্দ্রিক সম্পর্কের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আমি বাংলাদেশে শান্তি, স্থিতিশীলতা, অন্তর্ভুক্তি ও গণতন্ত্রের প্রতি ভারতের সমর্থন পুনর্ব্যক্ত করেছি। অবৈধভাবে সীমান্ত অতিক্রম করা রোধের ব্যবস্থা নিয়ে আলোচনা করেছি এবং হিন্দু ও অন্যান্য সংখ্যালঘুদের নিরাপত্তা ও কল্যাণের জন্য আমাদের গুরুতর উদ্বেগ প্রকাশ করেছি।'