ভারত – পাক বর্তমান পরিস্থিতির জন্য প্রথম প্ররোচনা দেওয়া হয়েছে পহলগাঁও হামলার মাধ্যমে। পাকিস্তানের দাবি খারিজ করে স্পষ্ট করল ভারত। বৃহস্পতিবার সন্ধ্যায় দিল্লিতে এক সাংবাদিক বৈঠকে বিদেশসচিব বিক্রম মিশ্রি বলেন, যুদ্ধের জন্য প্রথম প্ররোচনা দেওয়া হয়েছে পহলগাঁও হামলার মাধ্যমে। একই সঙ্গে এদিন মিশ্রি স্পষ্ট করে দিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে স্থগিত থাকবে সিন্ধু জলবণ্টন চুক্তি।
এদিন সাংবাদিক বৈঠকের শুরুতেই মিশ্রি বলেন, ‘প্রথম কথা যেটা নিয়ে আলোচনা হচ্ছে তা হল যুদ্ধে কারা প্ররোচনা দিচ্ছে? ২২ এপ্রিল পহলগাঁওতে যে হামলা হয়েছে সেটাই যুদ্ধের প্রথম প্ররোচনা। আজকের যে ঘটনাক্রম আমরা দেখতে পাচ্ছি তা ২২ এপ্রিল পহলগাঁও হামলা থেকে সূত্রপাত হয়েছে। সেই প্ররোচনার জবাব ভারতীয় সেনাবাহিনী গতকাল দিয়েছে।’
তিনি বলেন, ‘সিন্ধু জলচুক্তি নিয়ে অনেক দাবি করা হচ্ছে। কিন্তু মনে রাখতে হবে গত ৬০ বছর ধরে নানা প্রতিকূলতার সত্বেও ভারত এই চুক্তি পালন করে চলেছে। এই চুক্তির অন্যতম শর্ত হল বন্ধুত্ব ও সৌহার্দপূর্ণ পরিবেশে চুক্তি কার্যকর হবে। যা পাকিস্তান পালন করেনি। শুধু তাই নয়, সিন্ধু জলচুক্তি অনুসারে ভারতের নিজের ভূখণ্ডে যে কোনও জায়গায় বাঁধ তৈরির অধিকার রয়েছে। কিন্তু সিন্ধু বা তার যে কোনও শাখানদীর ওপর ভারত যখনই বাঁধ তৈরি করতে গিয়েছে তখনই আন্তর্জাতিক মহলে পাকিস্তান তার বিরোধিতা করেছে। ফলে চুক্তি পাকিস্তান ভেঙেছে, ভারত নয়। তাই বর্তমান পরিস্থিতিতে এই চুক্তি কার্যকর করতে ভারত অপারক।’