Israel-Hamas War: গাজায় মৃতের সংখ্যা পার করল ২০ হাজারের অঙ্ক! হামাসকে ছেড়ে কথা বলতে চাইছে না ইজরায়েল
Updated: 20 Dec 2023, 10:29 PM IST Sritama Mitra 20 Dec 2023 israel hamas war, gaza war, israel hamas war update, ইজরায়েল হামাস যুদ্ধ, গাজা যুদ্ধদুই পক্ষের গুলির যুদ্ধে ইতিমধ্যেই ২০ হাজারের বেশি গাজাবাসীর মৃত্যু হয়েছে। এপর্যন্ত এই যুদ্ধের ৭৫ টি দিন কেটেছে।
এরই মাঝে ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানইয়াহু বলেন, তাঁর দেশের ১২৯ জন পণবন্দিকে না ছএড়ে দেওয়া পর্যন্ত যুদ্ধ থামবে না। এর আগে গত ৭ অক্টোবর ইজরায়েলের ১২০০ জনকে হত্যা করে হামাস। এদিকে যুদ্ধের রেশ গিয়ে পড়েছে লোহিত সাগরেও। যেখানে ইরানের সমর্থিত হুথি সেনারা একের পর এক জাহাজকে আক্রমণ করছে মিসাইল ড্রোন নিয়ে। (Photo by SAID KHATIB / AFP)
(AFP) পরবর্তী ফটো গ্যালারি