‘মন কি বাত’ অনুষ্ঠানের ১১৯ তম পর্বে বক্তব্য রাখলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রতি মাসের শেষ রবিবার এই অনুষ্ঠানে সম্প্রচারিত হয় দেশের প্রতি প্রধানমন্ত্রীর বার্তা। এদিনের অনুষ্ঠানে তিনি স্বাস্থ্য সম্পর্কে দেশবাসীকে সজাগ করার সঙ্গে সঙ্গেই দিয়েছেন ভোজ্য তেল খাওয়া ১০ শতাংশ কম করার পরামর্শ দেন। আজ দুবাইতে ভারত-পাকিস্তান ম্যাচ ঘিরে যখন তুঙ্গে উত্তেজনা, তখন মোদীর ভাষণে উঠে এল চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে শুরু করে বিজ্ঞানের প্রসঙ্গ। কী বললেন মোদী দেখা যাক।
ওবেসিটি নিয়ে সচেতন বার্তা মোদীর:-
নরেন্দ্র মোদী বলেন,'ফিট ও স্বাস্থ্যকর দেশ গড়ে তুলতে ওবেসিটির (মেদ বৃদ্ধি) সমস্যা সবচেয়ে বড় অন্তরায় হচ্ছে। গবেষণা অনুযায়ী, আজ প্রতি ৮ জনের মধ্যে একজন ওবেসিটির সমস্যায় ভুগছেন। গত কয়েক বছরে ওবেসিটির সমস্যা বেড়েছে। তবে সবচেয়ে বেশি চিন্তার বিষয় হল, শিশুদের মধ্যে ওবেসিটির সমস্যা ৪ গুণ বেড়েছে।' মোদী বলেন,' ফলে আপনারা সিদ্ধান্ত নিতে পারেন প্রতি মাসে ১০ শতাংশ তেল কম খাওয়ার। প্রতি মাসে তেল কেনার সময় ১০ শতাংশ কম করে হিসাব করে কিনতে পারেন, ফলে ওবেসিটি রুখতে এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। খাওয়ার অভ্যাসে অল্প পরিবর্তন আনলে শক্তিশালী রোগমূক্ত ও ফিট ভবিষ্যৎ তৈরি হবে।'
চ্যাম্পিয়ন্স ট্রফি ও স্পেস:-
দুবাইতে চ্যাম্পিয়ন্স ট্রফির আসরে আজ ভারত ও পাকিস্তান মুখোমুখি। সেই আসরের আগে, আজ 'মন কি বাত' অনুষ্ঠানে মোদী বলেন,'চ্যাম্পিয়ন্স ট্রফি চলছে, কিন্তু আজ, আমি আপনাদের সবার সাথে ক্রিকেট নিয়ে কথা বলতে যাচ্ছি না, বরং, আমি স্পেসের ক্ষেত্রে ভারত যে দুর্দান্ত সেঞ্চুরি করেছে তার কথা বলব। গত মাসে, দেশটি ISRO-এর ১০০ তম রকেট উৎক্ষেপণের সাক্ষী ছিল।' তিনি আরও বলেন, ‘ সাম্প্রতিক বছরগুলোর একটি বড় বিষয় হল আমাদের মহাকাশ বিজ্ঞানীদের দলে নারী শক্তির অংশগ্রহণ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। মহাকাশ খাত আমাদের তরুণদের প্রিয় হয়ে উঠেছে। আমাদের তরুণ-তরুণীরা যারা জীবনে রোমাঞ্চকর কিছু করতে চায়, তাদের জন্য মহাকাশ খাত একটি চমৎকার বিকল্প হয়ে উঠছে। আগামী কয়েকদিনের মধ্যে আমরা জাতীয় বিজ্ঞান দিবস উদযাপন করব। ’
নারীশক্তি ইস্যুতে কী বললেন মোদী?
সামনেই আসছে নারী দিবস। তার আগে, নারীশক্তি ইস্যুতে নরেন্দ্র মোদী বলেন,'আগামী মাসে ৮ই মার্চ আন্তর্জাতিক নারী দিবস। সমস্ত ধরণের জ্ঞানই দেবীর বিভিন্ন রূপের প্রকাশ এবং তিনি বিশ্বের সমস্ত নারী শক্তিতেও প্রতিফলিত হন। আমাদের নারী শক্তিকে উৎসর্গ করে আমি একটি উদ্যোগ নিতে চলেছি । আমি একদিনের জন্য আমাদের দেশের কয়েকজন অনুপ্রেরণাদায়ী মহিলার কাছে আমার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টগুলি হস্তান্তর করতে যাচ্ছি। এই ধরনের মহিলারা যাঁরা বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জন করেছেন, উদ্ভাবন করেছেন এবং নিজেদের কাজের দৃষ্টান্ত রেখেছেন। '