বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে গত কয়েক মাসে সম্পর্কের ঘনিষ্ঠতা আলাদা করে দক্ষিণ এশিয়ার কূটনীতিতে নজর কেড়েছে। ছাত্র জনতা অভ্যুত্থানের পর শেখ হাসিনা সরকারের পতনের পরই বাংলাদেশের নতুন অভ্যন্তরীণ সরকারের উদ্যোগে ঢাকা-ইসলামাবাদ সম্পর্ক পর পর মাইলস্টোন পার করছে। বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ জানিয়েছেন, পাকিস্তানের ভিসার জন্য অনলাইনে আবেদন করলে ২৪ ঘণ্টার মধ্যে ভিসা দেওয়া হবে বাংলাদেশের নাগরিকদের। এছাড়াও বেশ কিছু সুযোগ সুবিধার কথা উঠে এসেছে তাঁর বক্তব্যে।
গত ৫ অগস্ট বাংলাদেশের মাটি ছেড়ে ভারতে আশ্রয় নেন বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপর থেকে বাংলাদেশে এসেছে অন্তর্বর্তী সরকার। সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তান হাইকমিশনার সৈয়দ আহমেদ মারুফ বলেন,' ৫ আগস্ট-পরবর্তী বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যকার কূটনৈতিক সম্পর্ক ধীরে ধীরে উন্নত ও দৃঢ় হচ্ছে। এই উন্নতিতে আমি খুশি।' প্রসঙ্গত, মহম্মদ ইউনুসের নেতৃত্বে আসা এই সরকার ঢাকার তখতে আসতেই, ইসলামাবাদ-ঢাকার মধ্যে সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে। বহু বছর পর দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও ঘনিষ্ঠ হয়। তিনি জানিয়ে দিয়েছেন, অনলাইনে আবেদন করলে পাকিস্তানের ভিসা ২৪ ঘণ্টার মধ্যে দেওয়া হবে বাংলাদেশিদের। এ ক্ষেত্রে স্টুডেন্ট ভিসা, ট্যুরিস্ট ভিসা ও বিজনেস ভিসা কোনো রকম ফি ছাড়াই পাওয়া যাবে।
( Terrorist attack in Kashmir: কাশ্মীরে সেনার গাড়ি লক্ষ্য করে জঙ্গিদের গুলি! শুরু 'সার্চ অপারেশন’)
এক্ষেত্রে দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক নিয়ে বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার বাংলাদেশের ব্যবসায়ীদের উদ্দেশে তিনি বলেন, ‘বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে অনেক পণ্যের চাহিদা রয়েছে।’ অনুষ্ঠানে তাঁর কাছে প্রশ্ন যায়, বাংলাদেশের রংপুর অঞ্চলের উৎপাদিত কৃষিপণ্য আমদানি-রপ্তানির ক্ষেত্রে কোনও শুল্ক সুবিধা থাকবে কি না, তার উত্তরে মারুফ বলেন,তিনি পাকিস্তান সরকারকে এই বিষয়টি অবহিত করবেন।
উল্লেখ্য, ১৯৭১ সালের পর ৫ দশক পর প্রথমবার বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি বাণিজ্য শুরু হয়েছে। উল্লেখ্য, সদ্য পাকিস্তানের কাসিম বন্দর ছেড়ে পণ্যবাহী বাণিজ্যিক জাহাজ বাংলাদেশের জন্য রওনা হয়েছে বলে খবর। এই বাণিজ্যিক চিক্তি দুই দেশের মধ্যে ফেব্রুয়ারির শুরুতেই সম্পন্ন হয়েছে বলে খবর। এই চুক্তির মাধ্যমে পাকিস্তান থেকে বাংলাদেশ ৫০ হাজার টন চাল কিনতে সমর্থ হয়েছে।