অবৈধভাবে মার্কিন মুকুলকে বসবাস করার অভিযোগে আগেই তাঁদের সেদেশ থেকে তাড়িয়ে পানামায় পাঠিয়ে দিয়েছিল ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। এবার তেমনই ১২ জন ভারতীয় পানামা থেকে ফিরলেন স্বভূমে। রবিবার সন্ধেয় ওই ১২ জনকে নিয়ে নয়াদিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করল একটি বিমান।
সূত্রের দাবি, অবৈধভাবে মার্কিন ভূখণ্ডে ঢুকতে চাওয়ার অভিযোগে ২৯৯ জন অনুপ্রবেশকারীকে গত সপ্তাহেই আমেরিকা থেকে পানামায় ফেরত পাঠায় আমেরিকা। সেই দলে ভারতীয়রাও রয়েছেন বলে দাবি সূত্রের। সেই ঘটনার পর এই প্রথম পানামা থেকে ভারতীয়দের নিয়ে কোনও বিমান ভারতে এসে পৌঁছল।
প্রসঙ্গত, আমেরিকা থেকে অবৈধ অভিবাসীদের তাঁদের দেশের ফেরত পাঠানোর এই অভিযানে মার্কিন প্রশাসনের সঙ্গে একযোগে কাজ করা শুরু করেছে পানামা ও কোস্টা রিকার সরকার।
তথ্য বলছে, এই সহযোগিতার অধীনে আমেরিকা থেকে সেই সমস্ত এশীয় বংশোদ্ভূত অনুপ্রবেশকারী বা অবৈধ অভিবাসীদের এই দেশগুলিতে (যেমন - পানামা, কোস্টা রিকা) ফেরত পাঠানো হচ্ছে, যাঁদের কাছে হয় আমেরিকায় থাকার বৈধ নথি নেই, অথবা মার্কিন সরকার যাঁদের আশ্রয় দিতে ইতিমধ্যেই অস্বীকার করেছে।
এদিন যে ১২ জন ভারতীয়কে পানামা থেকে ভারতে ফেরত পাঠানো হয়েছে, তাঁরা এসেছেন ইস্তানবুল হয়ে। টার্কিস এয়ারলাইন্সের একটি বিমানে এদিন নয়াদিল্লি পৌঁছন তাঁরা।
সূত্রের খবর, এই ১২ জনের মধ্যে চারজন পঞ্জাবের বাসিন্দা। এছাড়াও, এই দলে হরিয়ানা এবং উত্তরপ্রদেশের তিনজন করে মোট ছ'জন বাসিন্দা রয়েছেন। বাকি দু'জনের সম্পর্কে এখনও পর্যন্ত বিশদ তথ্য পাওয়া যায়নি। ইতিমধ্যেই পঞ্জাবের চারটি পৃথক জেলার ওই চার বাসিন্দাকে নয়াদিল্লি থেকে ফের অমৃতসরের বিমানে চাপিয়ে দেওয়া হয়েছে।
অন্যদিকে, আমেরিকা যে ২৯৯ জন অনুপ্রবেশকারীকে সম্প্রতি পানামায় ফেরত পাঠিয়েছে, তাঁদের মধ্যে ভারতীয়ের সংখ্যা ঠিক কত, সেটা এখনও পর্যন্ত জানা যায়নি। গত সপ্তাহে এই ২৯৯ জনকে তিনটি বিমানে চাপিয়ে আমেরিকা থেকে পানামা পাঠিয়ে দেওয়া হয়। তার আগেই পানামার প্রেসিডেন্ট আমেরিকার সঙ্গে একটি সমঝোতা করেন। তিনি সিদ্ধান্ত নেন, তাঁর দেশের সরকার এই অনুপ্রবেশকারীদের তাঁদের দেশে ফেরত পাঠাতে মার্কিন প্রশাসন ও সংশ্লিষ্ট অভিযানের মধ্যে একটি সেতুর মতো কাজ করবে।
এর আগে গত শুক্রবার ভারতের বিদেশ মন্ত্রকের পক্ষ থেকে জানানো হয়, পানামায় যাঁদের পাঠানো হয়েছে, তাঁদের মধ্যে ভারতীয় কেউ রয়েছেন কিনা, তা খতিয়ে দেখা হচ্ছে। যদি দেখা যায়, সত্যিই সেই দলে কোনও ভারতীয় রয়েছেন, তাহলে তাঁদের দেশে ফেরানোর সমস্ত বন্দোবস্ত করা হবে।