Guwahati Airport: ঝড়বৃষ্টিতে ভেঙে পড়ল গুয়াহাটি বিমানবন্দরের ফলস সিলিং! বিপত্তি ঘিরে আদানি গোষ্ঠীকে খোঁচা কংগ্রেসের
Updated: 31 Mar 2024, 09:19 PM IST Sritama Mitra 31 Mar 2024 rain storm affects guwahati airport, false ceiling collapse in guwahati airport, ঝড় বৃষ্টিতে ভেঙে পড়ল গুয়াহাটি বিমানবন্দরের ফলস সিলিং, গুয়াহাটি বিমানবন্দরে ফলস সিলিং ভেঙে পড়লআদানিগোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন গুয়াহাটির লোকপ্রিয় গোপী... more
আদানিগোষ্ঠীর নিয়ন্ত্রণাধীন গুয়াহাটির লোকপ্রিয় গোপীনাথ বরদলোই আন্তর্জাতিক বিমানবন্দরটি। আদানি গোষ্ঠীর তরফে চিফ এয়ারপোর্ট অফিসার উৎপল বরুয়া বিষয়টি বিস্তারিত জানিয়েছেন।
রবিবার অসমের গুয়াহাটিতে প্রবল ঝড় বৃষ্টির তাণ্ডবের মাঝেই ভয়াবহ ঘটনা ঘটে যায়। গুয়াহাটিতে আন্তর্জাতিক বিমানবন্দরের ভিতরে ফলস সিলিংয়ের একাংশ ভেঙে পড়ে। ঘটনার জেরে বহু বিমান ঘুরপথে সওয়ার হয়েছে। এদিকে, বিমানবন্দরের ভিতরে এমনভাবে ফলস সিলিং ভেঙে পড়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে। (ফটো এএনআই)
পরবর্তী ফটো গ্যালারি