বাংলাদেশে বঙ্গবন্ধু মুজিবর রহমানের বাড়ি ধানমন্ডি ৩২ ভাঙার দিনই সেই ভগ্নাবশেষের উপরে দাঁড়িয়ে সেখান থেকে বেশ কয়েকজন স্লোগান দিয়েছিলেন ‘এবার চলো টুঙ্গিপাড়া’। বাংলাদেশের টুঙ্গিপাড়ায় রয়েছে শেখ মুজিবর রহমানের সমাধি। সেই সমাধিভবনটিকেও গুঁড়িয়ে দেওয়ার গোপন ছক চলছে বলে এক রিপোর্টে তুলে ধরা হয়েছে।
রিপোর্ট বলছে, ঢাকার ধানমন্ডি ৩২ বাড়িটিকে গুঁড়িয়ে দেওয়ার পর এবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, হেফাজত ইসলামি, জামায়েত ইসলামির টার্গেটে রয়েছে মুজিবর রহমানের সমাধিস্থলটিও। কিছুদিন আগেই, ধানমন্ডি ৩২ বাড়িটিতে আগ্নিসংযোগের পর তার ছাদে হিযবুত তাহরীর এবং ইসলামিক স্টেটস-এর পতাকা ওড়ানো হয় বলেও খবর। এই দুই জঙ্গি সংগঠনের পতাকা ওড়ানোর সময়ই ‘এবার চলো টুঙ্গিপাড়া’ স্লোগান উঠে আসে। দিন পাঁচেক আগে, দলের প্রতি বার্তায় শেখ হাসিনা সতর্কতার সুরে জানিয়েছিলেন, টুঙ্গিপাড়ায় হামলা হতে পারে। এমনই তথ্য উঠে আসে ‘দ্য ওয়াল’র প্রতিবেদনে। সেখানে দলের ফরিদপুর, গোপালগঞ্জ, মাদারিপুর, রাজবাড়ি, শরিয়তপুর, নারাইল, খুলনার কর্মকর্তাদের এই সমাধিক্ষেত্র রক্ষার জন্য শেখ হাসিনা বার্তাও দিয়েছেন বলে খবর। এদিকে, ওই সমাধিক্ষেত্রে হামলার জন্য জামায়াত ও তাদের শাখা ইসলামী ছাত্র ক্যাম্প আশপাশের জেলার বহু প্রশিক্ষিত ক্যাডারকে জড়ো করছে বলে গোয়েন্দাদের কাছে রিপোর্ট রয়েছে। ধীরে ধীরে তারা রণকৌশলও তৈরি করছে। 'অতর্কিতে' এই হামলা করা হবে বলে ছক রয়েছে গোষ্ঠীগুলির, বলে দাবি করছে রিপোর্ট।
‘আনন্দবাজার অনলাইন’এ প্রকাশিত প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মুজিবের সমাধিক্ষেত্রে হঠাৎ হামলা করার নেপথ্যে রয়েছে আওয়ামি সমর্থকদের প্রতি তীব্র বিরোধিতার রেশ। শেখ হাসিনার আওয়ামি লিগের সমর্থকদের মনোবল ভেঙে দিতেই এমন ছক তৈরি হচ্ছে বলে খবর। উল্লেখ্য, শেখ মুজিবর রহমানের সমাধি যেখানে রয়েছে, সেই টুঙ্গিপাড়া আওয়ামি লিগের পোক্ত ঘাঁটি। গত অগস্টেও সেখানে বিএনপির কিছু সমর্থক অস্ত্র নিয়ে হামলা চালায়। তবে তারা সেখানে সেভাবে দাপট দেখাতে পারেনি। পিছু হঠতে হয়েছে বিএনপিকে। সেই জায়গাতেই এবার মুজিবের সমাধিতে হামলার ছক রয়েছে বলে খবর। এরই মাঝে সোশ্যাল মিডিয়ায় এসেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখপাত্র হাসনাত আবদুল্লার ইঙ্গিতবহ পোস্ট-'যুদ্ধে আপনি পরাজিত হলে মারা যাবেন, আর যদি আপনি বিজয়ী হন তা হলে আপনাকে পরাজিতদের ধ্বংস করে দিতে হবে'। বাংলাদেশে আপাতত আত্মগোপন করে থাকা বহু আওয়ামি নেতার কাছে এই টুঙ্গিপাড়ায় মুজিবের স্মৃতি জড়িত সমাধি রক্ষা কার্যত পাখির চোখ হয়ে রয়েছে বলে রিপোর্টের দাবি।