ক্রিসমাসের উৎসবের মাঝেই দুঃসংবাদ! কাজাখস্তানের আকাটুর কাছে ভয়াবহ বিমান দুর্ঘটনা। রাশিয়াগামী ওই বিমানে সওয়ার ৭০ যাত্রীকে ঘিরে স্বভাবতই উদ্বেগ বাড়ছে। বেশ কিছু রিপোর্ট বলছে, ১৪ জনকে সেখানে উদ্ধার করা গিয়েছে। জানা গিয়েছে বিমানটি আজারবাইজান এয়ারলাইন্সের বিমান ছিল। আর তা যাচ্ছিল রাশিয়ার দিকে।
এই দুর্ঘটনা নিয়ে কাজাখ ইমার্জেন্সি মন্ত্রক মুখ খুলেছে। কাজাখস্তানের আকটাউ বিমানবন্দরের কাছে এই বিমানটি ভেঙে পড়েছে বলে খবর। আজারবাইজান এয়ারলাইন্সের ওই বিমান বাকু থেকে রওনা হয়েছিল। আর তা যাচ্ছিল রাশিয়ার চেচনিয়ার কাছে গ্রজনি এলাকায়। উল্লেখ্য, বেশ কিছু রিপোর্ট দাবি করছে, খুব কুয়াশার কারণে ওই বিমানের পথ ঘুরিয়ে দেওয়া হয়েছিল। ফলে গন্তব্য পরিবর্তিত হয়।
এখনও পর্যন্ত ঘটনায় হতাহতের নির্দিষ্ট সংখ্যা জানা যায়নি। এই দুর্ঘটনা ঘিরে বেশ কিছু ছবি সদ্য সোশ্যাল মিডিয়ায় আসতে আরম্ভ করেছে। বিমান আছড়ে পড়তেই আগুনের স্ফূলিঙ্গ দেখা গিয়েছে বলে খবর। জানা যাচ্ছে, আজারবাইজান বিমান ৮২৪৩-এ সওয়ার ছিলেন ৭২ জন যাত্রী। উদ্বেগ রয়েছে ক্রিউ সদস্যদের নিয়েও। প্রাথমিক রিপোর্টে জানা যাচ্ছে, আকাটাউয়ের কাজাখ সিটি থেকে ৩ কিলোমিটার দূরে আপৎকালীন অবতরণ করতে বাধ্য হয় বিমানটি।
মনে করা হচ্ছে, এই দুর্ঘটনার কারণ কোনও প্রযুক্তিগত ঘটনা হতে পারে। তবে তা নিয়ে কোনও নিশ্চয়তা পাওয়া যায়নি। স্বাস্থ্যমন্ত্রকের এক বিবৃতিতে বলা হয়েছে,' এই মুহুর্তে, ১৪ জনকে আঞ্চলিক হাসপাতালে নেওয়া হয়েছে, যার মধ্যে পাঁচজন ইনটেনসিভ কেয়ার-এ রয়েছেন।' কাজাখস্তানের আপৎকালীন মন্ত্রক পরে জানিয়েছে, যে দমকল দুর্ঘটনার পরে যে আগুন লেগেছিল তা নিভিয়ে দিয়েছে এবং যারা জীবীত তাঁদের নিকটবর্তী হাসপাতালে চিকিৎসা করা হচ্ছে।
আরেকটি সাম্প্রতিক মারাত্মক বিমান দুর্ঘটনায়, রবিবার একটি ছোট বিমান ব্রাজিলের একটি শহরে আছড়ে পড়ে। সেখানে ১০ জন মারা গিয়েছেন। যে শহরে তা আছড়ে পড়েছে তা পর্যটকদের কাছে জনপ্রিয়। নিহত ১০ জন, বিমানের যাত্রী এবং ক্রু ছিলেন।