বডি পেন্টিং বা বডি আর্ট প্রায়শই ইন্টারনেটে দেখা যায়। কিন্তু দেশীয় বডি আর্ট নিয়ে সেভাবে এক্সপেরিমেন্ট কম। সেটা নিয়েই নতুন এক ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়। মেহেন্দি দিয়ে শরীরে ব্লাউজ আঁকালেন এক মহিলা। সঙ্গে পরলেন সাদা শাড়ি। তাঁর সেই ভিডিয়ো ভাইরাল হল সোশ্যাল মিডিয়ায়।
অনেকেই মেহেন্দির এই সুন্দর কাজের প্রশংসা করেছেন। আবার অনেকে এটিকে খুব একটা পছন্দ করছেন না। এটি সংস্কৃতিবিরুদ্ধ বলেও দাবি করছেন কেউ কেউ।
আরও পড়ুন : Jio, Airtel vs. Vi: রিচার্জের দাম বৃদ্ধির পর ৪০০ টাকার মধ্যে সেরা প্ল্যান কার?
অন্যদিকে ইনস্টাগ্রামারদের একাংশের বক্তব্য, বর্তমানে শুধু হাত ও পায়ে মেহেন্দি করা হয় বটে। তবে এক সময়ে সারা শরীরেই বিভিন্ন বডি আর্টের চল ছিল ভারতে। ফলে এটি একটি শৈল্পিক ফ্যাশান হিসাবেই দেখছেন তাঁরা।
দেখুন সেই ভাইরাল ভিডিয়ো :
এই মেহেন্দি নিয়ে আপনার কী মতামত? আপনারও কি মেহেন্দির কাজ সুন্দর লাগল? কমেন্টে জানান আপনার ভাবনা।