DA Dharna Case in High Court: মামলার পর কি ডিএ ধরনা মঞ্চ উঠবে ময়দান থেকে? সেনার বিরুদ্ধে বিস্ফোরক যৌথ মঞ্চ
Updated: 11 Apr 2023, 11:21 AM IST Abhijit Chowdhury 11 Apr 2023 dearness allowance, 6th pay commission, songrami joutho moncho, da protest, da dharna, indian army, maidan, sahid minar, calcutta high court, da case in high court, মহার্ঘ ভাতা, ডিএ আন্দোলন, ষষ্ঠ বেতন কমিশন, সংগ্রামী যৌথ মঞ্চ, ডিএ ধরনা, ভারতীয় সেনা, ময়দান, শহিদ মিনার, কলকাতা হাইকোর্ট, bhaskar ghosh, ভাস্কর ঘোষমহার্ঘ ভাতা নিয়ে আদালতে মামলার পর মামলা চলছে। এরই মাঝে সরকারের ওপর চাপ বাড়াতে বিগত প্রায় আড়াই মাস ধরে শহিদ মিনারের সামনে ময়দানে মঞ্চ বেঁধে ধরনা দিচ্ছেন সরকারি কর্মীরা। এই অবস্থান সরিয়ে দিতে চেয়ে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সেনা। আর এই প্রেক্ষিতে মুখ খুললেন যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ।
পরবর্তী ফটো গ্যালারি