অজি মেয়েদের একেবারে কচুকাটা করে উড়িয়ে দিল দক্ষিণ আফ্রিকা, প্রথম বার ODI-এ অস্ট্রেলিয়াকে হারিয়ে ইতিহাস প্রোটিয়া কন্যাদের
Updated: 07 Feb 2024, 06:56 PM IST Tania Roy 07 Feb 2024 Australia Women vs South Africa Women, Marizanne Kapp, Anneke Bosch, Kim Garth, Australia Women's Cricket Team, South Africa Women's Cricket Team, Bengali Sports News, অস্ট্রেলিয়ার মহিলা টিম বনাম দক্ষিণ আফ্রিকা মহিলা টিম, মারিজান ক্যাপ, কিম গার্থসাত বারের ওয়ানডে চ্যাম্পিয়নদের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার প্রথম ওডিআই জয়ের জন্যই যে শুধু ম্যাচটি বিশেষ ছিল, তা নয়। এই জয়টি যে ভাবে এসেছে, তার জন্যও এটি বিশেষ ছিল। প্রথমে ব্যাট করে ২২৯ রান করার পর, অস্ট্রেলিয়াকে ২৯.৩ ওভারে ১৪৯ রানে গুটিয়ে দেয় দক্ষিণ আফ্রিকার মেয়েরা।
উল্লেখযোগ্য ভাবে, প্রায় আড়াই বছরের মধ্যে এটি অস্ট্রেলিয়ার মহিলা দলের প্রথম ওয়ানডে ম্যাচে হার। শেষ বার তারা ঘরের মাঠে একদিনের ম্যাচে নেমেছিল ২০২১ সালের সেপ্টেম্বরে, যখন ভারত ম্যাকেতে অজিদের ২ উইকেটে পরাজিত করেছিল। এই সময়ের মধ্যে তারা ১০টি ওয়ানডে খেলেছে। কিন্তু একটিতেও হারেনি।
পরবর্তী ফটো গ্যালারি