'মাঠে প্রতিদ্বন্দ্বী, বাইরে বন্ধু', পন্টিং-লারাদের জার্সিতে সই সচিনের
Updated: 09 Feb 2020, 03:50 PM IST Ayan Das 09 Feb 2020 Sachin Tendulkar, Australia bushfire, Bushfire Cricket Bash, Brian Lawa, Adam Gilchrist, Wasim Akram, Yuvraj Singh, Ricky Ponting, পন্টিং-লারাদের জার্সিতে সই সচিনেরগত সেপ্টেম্বর থেকে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ক্ষ... more
গত সেপ্টেম্বর থেকে ছড়িয়ে পড়া ভয়াবহ দাবানলে ক্ষতিগ্রস্তদের জন্য অর্থ জোগাড় করতে রবিবার চ্যারিটি ম্যাচের আয়োজন হয়েছিল। সেই ম্যাচ ঘিরে জাংশন মহলে চাঁদের হাট বসেছিল। এক সময়ের যাবতীয় প্রতিদন্দ্বিতা ভুলে মাঠে নেমেছিলেন প্রাক্তন তারকা ক্রিকেটাররা। সেই ম্যাচের প্রতিটি মুহূর্তে ফুটে ওঠে সৌজন্য-বন্ধুত্বের ছবি। ম্যাচের পর সচিন তেন্ডুলকরের টুইটেও সেই বন্ধুত্বপূর্ণ আবহের ছবি প্রকাশ পায়। তিনি বলেন, 'মাঠে প্রতিদ্বন্দ্বী, মাঠের বাইরে বন্ধু। দাবানলের ত্রাণের মতো বিষয়ের জন্য একসঙ্গে আসা দারুণ। বিগ অ্যাপিলের প্রতি অবদান করতে পেরে খুশি।' দেখে নিন তারকাদের কিছু ছবি-
পরবর্তী ফটো গ্যালারি