Highest dam in India: চিন সীমান্ত ঘেঁষে তৈরি হবে দেশের সর্ববৃহৎ বাঁধ, ভিত্তিপ্রস্তর স্থাপন মোদীর, খরচ শুনলে ঘুরবে মাথা
Updated: 09 Mar 2024, 12:41 PM IST Abhijit Chowdhury 09 Mar 2024 narendra modi, arunachal pradesh, Highest dam in India, dibang multipurpose hydropower project, নরেন্দ্র মোদী, দিবাং বাঁধ, অরুণাচলপ্রদেশ, দেশের সর্ববৃহৎ বাঁধ, দেশের সর্ববৃহৎ জলবিদ্যুৎ প্রকল্প, dibang damগতবছর ফেব্রুয়ারিতে দেশের সর্ববৃহৎ বাঁধের অনুমোদন দিয়েছিল কেন্দ্র। আজ সেই বাঁধের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন প্রধানমন্ত্রী। রিপোর্ট অনুযায়ী, এই 'দিবাং মাল্টিপার্পাস প্রোজেক্ট' চিনা সীমান্তের খুব কাছে তৈরি হবে। 'ন্যাশনাল হাইড্রোইলেক্ট্রিসিটি পাওয়ার কর্পোরেশন লিমিটেড' এই প্রকল্প তৈরির দায়িত্বে থাকবে।
পরবর্তী ফটো গ্যালারি