Gujarat Titans in IPL Final: IPL অভিষেকে ঘরের মাঠে ট্রফি তুলতে যে তিন বিষয়ে নজর দিতে হবে গুজরাট টাইটান্সকে
Updated: 29 May 2022, 12:33 PM IST Abhijit Chowdhury 29 May 2022 ipl final, gt vs rr ipl 2022 final, hardik pandya, gujarat titans, wriddhiman saha, mohammed shami, rashid khan, আইপিএল ফাইনাল, ঋদ্ধিমান সাহা, হার্দিক পাণ্ডিয়া, গুজরাট টাইটান্স, মহম্মদ শামি, রশিদ খানGujarat Titans in IPL Final: প্রথমবার আইপিএল-এ নেমেই ট্রফি জয়ের হাতছানি গুজরাট টাইটান্সের সামনে। তাঁদের সামনে ২০০৮ সালের চ্যাম্পিয়ন দল রাজস্থান রয়্যালস। এই রাজস্থানকেই কোয়লিফায়ার ১-এ হারিয়ে ফাইনালে ওঠে হার্দিকের দল। তবে ফাইনালের লড়াইটা হবে পুরোপুরি আলাদা। কোয়ালিফায়ার ২-তে ম্যাচ জিতে আত্মবিশ্বাসী রাজস্থান। পাশাপাশি ঘরের মাঠ হলেও নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ম্যাচ খেলার অভিজ্ঞতার দিক দিয়ে গুজরাটকে টেক্কা দেবে রাজস্থান। এই আবহে হার্দিকদের আজকে ফের একবার সেরা খেলাটা খেলতে হবে। আর ফাইনাল জিততে তো সবার জান প্রাণ লড়িয়ে দেওয়ারই কথা। তবে টুর্নামেন্টের শুরুতেই এই গুজরাট দলকে খুব একটা পাত্তা দেওয়া হয়নি। গুটিকয়েক তারকা ছাড়া তারুণ্যে ভরা এই দল অবশ্য চমকে দিয়েছে সবাইকে। এই আবহে আজকের ম্যাচ জিততে দলকে যেই তিনটি বিষয়ের উপর নজর রাখতে হবে তা হল:
পরবর্তী ফটো গ্যালারি