Meaning of Fruit Stickers: স্টিকার সাঁটা ফল বেশি দাম দিয়ে কিনছেন! কিন্তু কোন স্টিকারের কী মানে, সেটি জানেন Updated: 22 May 2022, 06:46 PM IST Suman Roy বেশ কয়েক বছর ধরেই বাজারে স্টিকার মারা ফল বিক্রি হয়। কারও কারও এই জাতীয় ফলের উপর ভরসা বেশি। প্রয়োজনে বেশি দাম দিয়ে এই জাতীয় ফল কেনেন। কিন্তু কোন স্টিকারের কী মানে, সেটি জানা আছে তো?