Heavy Rain and Wind Forecast in WB: শুক্রে ভারী বৃষ্টি ১৫ জেলায়, লাল সতর্কতা ৪টিতে, কোথায় কোথায় ১০০ কিমিতে ঝড় হবে?
Updated: 25 Oct 2024, 04:35 AM IST Ayan Das 25 Oct 2024 Rain, Rain Forecast in Kolkata, Rain Forecast in West Bengal, Weather Update, Weather Forecast, Cyclone, Cyclone Dana, বৃষ্টি, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, আবহাওয়ার খবর, আবহাওয়ার পূর্বাভাস, আবহাওয়ার আপডেট, ওয়েদারের খবর, ওয়েদারের পূর্বাভাস, ওয়েদারের আপডেট, ঘূর্ণিঝড় দানা, ঘূর্ণিঝড়, সাইক্লোন, সাইক্লোন দানাশুক্রবার পশ্চিমবঙ্গের ১৫টি জেলায় ভারী বৃষ্টি হবে। তার মধ্যে চারটি জেলায় লাল সতর্কতা জারি করা হয়েছে। শুধু তাই নয়, ঘূর্ণিঝড় ‘দানা’-র দাপটে ঝোড়ো হাওয়াও বইবে। যা ক্রমশ শক্তি হারাবে। সেই পরিস্থিতিতে আগামী কয়েকদিন পশ্চিমবঙ্গের আবহাওয়া কেমন থাকবে? তা দেখে নিন।
পরবর্তী ফটো গ্যালারি