High Court on Government Employee's Gratuity: আদালতে জোর ধাক্কা খেল রাজ্য, সরকারি কর্মীর অ্যাকাউন্টে ঢুকবে মোটা টাকা
Updated: 15 May 2024, 06:46 AM IST Abhijit Chowdhury 15 May 2024 government employees, gratuity, gratuity rules, minimum eligibility for gratuity, gratuity of government employees, high court, allahabad high court, uttar pradesh, government teacher, government teacher salary, salary of government employees, সরকারি কর্মী, সরকারি কর্মীদের গ্র্যাচুইটি, হাই কোর্ট, এলাহাবাদ হাই কোর্ট, উত্তরপ্রদেশ, সরকারি শিক্ষক, সরকারি শিক্ষকের গ্র্যাচুইটি, সরকারি শিক্ষকের বেতনরাজ্য সরকারি কর্মীদের গ্র্যাচুইটি নিয়ে বড় পরযবেক্ষণ হাই কোর্টের। এর জেরে রাজ্য সরকারের কান লাল হল। উচ্চ আদালতের নির্দেশের ফলে মখে হাসি ফুটবে রাজ্য সরকারি কর্মীদের। এই আবহে জনে নিন হাই কোর্ট কী নির্দেশ দিল সাম্প্রতিক এক মামলার শুনানিতে।
পরবর্তী ফটো গ্যালারি