IND vs BAN: ৫০ মিস করেও ইতিহাস রোহিতের, টপকালেন ধোনি-শাকিবকে, মুড়িমুড়কির মতো ছয় হাঁকিয়ে ফেলছেন সৌরভের ঘাড়ে নিঃশ্বাস
Updated: 19 Oct 2023, 10:43 PM IST Tania Roy 19 Oct 2023 Rohit Sharma, ICC ODI World Cup 2023, India vs Bangladesh, Shakib Al Hasan, Sourav Ganguly, Mahendra Singh Dhoni, Indian Cricket Team, Team India, Bangladesh Cricket Team, Bengali Sports News, রোহিত শর্মা, শাকিব আল হাসান, সৌরভ গঙ্গোপাধ্যায়, মহেন্দ্র সিং ধোনি, ভারত বনাম বাংলাদেশ, আইসিসি ওডিআই বিশ্বকাপ ২০২৩২০২৩ বিশ্বকাপে একের পর এক মাইলস্টোন গড়ে চলেছেন রোহিত শর্মা। বাংলাদেশের বিরুদ্ধে ম্যাচেও তিনি একাধিক নজির গড়লেন। টপকে গেলেন মহেন্দ্র সিং ধোনিকে। পিছনে ফেললেন শাকিব আল হাসানকে। আর মুড়িমুড়কির মতো ছক্কা হাঁকিয়ে উঠে পড়লেন সৌরভের ঘাড়ে।
বৃহস্পতিবার বাংলাদেশের বিরুদ্ধে রান তাড়া করতে নেমে ভারতের ব্যাটসম্যান রোহিত শর্মা একদিনের বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন। ভারতীয় অধিনায়ক বাংলাদেশের শাকিব আল হাসানকে পিছনে ফেলেছেন। শাকিব ৫০ ওভারের বিশ্বকাপে রান তাড়া করতে নেমে ১৯ ইনিংসে ৭৪৩ রান করেছেন। সেখানে ১৩ ইনিংসে ৭৭১ রান করেছেন রোহিত। এছাড়া অর্জুন রণতুঙ্গা (৭২৭), স্টিফেন ফ্লেমিং (৬৯২), এবং ব্রায়ান লারা (৬৮১) এই তালিকায় শীর্ষ পাঁচে রয়েছেন। উপরন্তু লারাকেও (১২২৫) ছাপিয়ে গিয়েছেন রোহিত। ওডিআই বিশ্বকাপের ইতিহাসে চতুর্থ-সর্বোচ্চ রান স্কোরার হয়েছেন রোহিত। তিনি করেছে ১২৪৩ রান।
পরবর্তী ফটো গ্যালারি