IND vs NZ 2nd T20: স্পিনে নাজেহাল, রানিংয়ে বেহাল, রেকর্ড ভাঙলেন চাহাল, লখনউয়ে মিশ্র প্রাপ্তি
Updated: 30 Jan 2023, 02:23 PM IST Tania Roy 30 Jan 2023 india vs new zealand 2nd t20i, team india, hardik pandya, suryakumar yadav, arshdeep singh, indian cricket team, bengali sports news, টিম ইন্ডিয়া, সূর্যকুমার যাদব, হার্দিক পাণ্ডিয়া, আর্শদীপ সিং, ভারত বনাম নিউজিল্যান্ড দ্বিতীয় টি-টোয়েন্টিনিউজিল্যান্ডকে দ্বিতীয় টি-টোয়েন্টিতে ৬ উইকেট হারিয়ে দেয় টিম ইন্ডিয়া। টস জিতে নিউজিল্যান্ড প্রথমে ব্যাটিং নেয়। প্রথমে ব্যাট করে ৮ উইকেটে হারিয়ে ৯৯ রান করে কিউয়িরা। ভারত ১ বল বাকি থাকতে ম্যাচ জিতে সিরিজে সমতা ফেরায়।
কে বলে সূর্য শুধুই মেরে খেলেন। প্রয়োজনে তিনি ধরেও খেলতে পারেন। সেটাই দেখা গেল রবিবার। নিউজিল্যান্ডের বিরুদ্ধে দ্বিতীয় টি-টোয়্ন্টিতে। ঝড়ো ব্যাটিংয়ের বদলে ভারতকে জেতাতে ধৈর্য্য ধরে উইকেট আঁকড়ে পড়েছিলেন। ৩১ বলে অপরাজিত ২৬ করে ভারতকে শুধু জেতালেনই না সূর্য, ম্যাচের সেরাও হলেন। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে সিরিজের আগে নিন্দুক, যাঁরা প্রশ্ন তুলেছিলেন, তাঁকে টেস্ট দলে রাখা নিয়ে, তাঁদের যেন সূর্য বুঝিয়ে দিলেন, তিনি সব ফর্ম্যাটেই সমান পারদর্শী।
ভারতের মধ্যে সবচেয়ে বড় বিষয় হল, দলের ভারসাম্য এবং একতা। ওয়াশিংটন সুন্দর সূর্যকুমারকে বাঁচাতে যে ভাবে ক্রিজ থেকে বের হয়ে এসে রানআউট হন, সেটা নিয়ে তাঁকে শাবাশি দেওয়া হচ্ছে। এবং সূর্যের ভুলের জন্য রানআউট হলেও, সেটাকে গুরুত্ব দিতে নারাজ সুন্দর। আর এই একতাই বোধহয় দলের সাফল্যের পিছনে অন্যতম গুরুত্বপূর্ণ কারণ।
ভারতের স্পিনাররাও ধারাবাহিক ভাবেই বালো খেলছে। এই ম্যাচেও যুজবেন্দ্র চাহাল, কুলদীপ যাদব ভালো বল করলেন। তাঁদের খেলতে গিয়ে নাকানিচোবানি খেল ব্যাটাররা। মূলত বোলারদের ভালো পারফরম্যান্সের জেরে কচুকাটা হল নিউজিল্যান্ড। ফিল্ডিংও ভালো হয়েছে। সব মিলিয়ে নিউজিল্যান্ড চাপে পড়ে যায়।
বোলারদের পারফরম্যান্সও দুরন্ত ছিল। বিশেষ করে পেসারদের। আর্শদীপ সিং আগের টি-টোয়েন্টি বেধড়ক ঠ্যাঙানি খেয়েছিলেন। এই ম্যাচে তিনি নিজের ভুল শুধরে ২ ওভারে ৭ ৭ রান দিয়ে ২ উইকেট তুলে নেন। শুধু আর্শদীপ নন, পেসাররাই ভালো বল করেছেন।