Asia Cup 2023 Final: এবার লঙ্কায় আগুন ধরালেন সিরাজ, চ্যাম্পিয়ন ভারত, ছবির অ্যালবামে IND vs SL ফাইনালের লড়াই
Updated: 17 Sep 2023, 04:29 PM IST Abhisake Koley 17 Sep 2023 Asia Cup 2023, Asia Cup 2023 Final, Asia Cup Final, IND vs SL, India vs Sri Lanka, India vs Sri Lanka Final, Asia Cup 2023 Live Updates, Team India, এশিয়া কাপ ২০২৩ ফাইনাল, ভারত বনাম শ্রীলঙ্কা, Mohammed SirajIndia vs Sri Lanka Asia Cup 2023 Final Match: রবিবার এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে সম্মুখসমরে নামে ভারত-শ্রীলঙ্কা। কলম্বোর আর প্রেমদাসা স্টেডিয়ামের সেই লড়াইয়ের গুরুত্বপূর্ণ ঘটনাবলিতে চোখ রাখুন।
ভারতের বিরুদ্ধে এশিয়া কাপ ২০২৩-এর ফাইনালে টস জেতে শ্রীলঙ্কা। টস জিতে দাসুন শানাকা শুরুতে ব্যাট করার সিদ্ধান্ত নেন। সুতরাং, কলম্বোয় রান তাড়া করতে হবে ভারতকে। যদিও রোহিত শর্মা জানান যে, তিনি টস জিতলেও শুরুতে ব্যাট করার সিদ্ধান্তই নিতেন। ছবি- এপি।
পরবর্তী ফটো গ্যালারি