IND-W vs AUS-W: অভিষেক ম্যাচ না ভেবে খেলতে বলেছিলেন স্মৃতি- সৌরভের রেকর্ড ছুয়ে ফাঁস করলেন শিলিগুড়ির রিচা
Updated: 22 Dec 2023, 06:21 PM IST Tania Roy 22 Dec 2023 Richa Ghosh, Sourav Ganguly, Deepti Sharma, Smriti Mandhana, India Women vs Australia Women, Team India, Indian Women's Cricket Team, Bengali Sports News, রিচা ঘোষ, সৌরভ গঙ্গোপাধ্যায়, দীপ্তি শর্মা, স্মৃতি মন্ধানারিচা এদিন স্পর্শ করেছেন সৌরভ গঙ্গোপাধ্যায়ের নজির। সৌরভ অভিষেকেই পরপর দু'টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন। সৌরভের মতো সেঞ্চুরি না হলেও, অভিষেকেই হাফসেঞ্চুরি করে নজর কাড়লেন শিলিগুড়ির রিচা। তিনি অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ক্যারিয়ারের প্রথম টেস্টে হাফসেঞ্চুরি করলেন।
অর্ধশতরানের পর আর বেশিক্ষণ টিকে থাকতে পারেননি শিলিগুড়ির মেয়ে। ১০৪ বলে ৫২ রানে আউট হন। তাঁর ইনিংসে রয়েছে সাতটি চার। ভারতের হয়ে ১৭টি একদিনের ম্যাচ এবং ৪১ টি-২০ ম্যাচ খেলেছেন রিচা। একদিনের আন্তর্জাতিকে তাঁর সর্বোচ্চ রান ৬৫। টি-টোয়েন্টিতে তাঁর সর্বোচ্চ রান আবার ৪৭। ছবি: পিটিআই
পরবর্তী ফটো গ্যালারি