IRCTC To Sell User Data: এবার যাত্রীদের তথ্য বিক্রি করে আয়ের পথে রেল! দাম শুনলে চোখ উঠবে কপালে
Updated: 19 Aug 2022, 01:19 PM IST Abhijit Chowdhury 19 Aug 2022 indian railway, irctc, indian railway ticket reservation, data of rail passengers, রেল যাত্রীদের তথ্য বিক্রি, আইআরসিটিসি, ভারতীয় রেলIRCTC ওয়েবসাইটে বিপুল সংখ্যক লোক তাঁদের টিকিট বুক করে থাকেন। ওয়েবসাইটে লগইন করতে সেই ব্যবহারকারীদের নিজের বিস্তারিত তথ্য দিতে হয়। আইআরসিটিসির কাছে সেই সব তথ্য থাকে। এখন আইআরসিটিসি ওয়েবসাইটে উপলব্ধ সেই ডিজিটাল ডেটার মাধ্যমে আয় বাড়াতে চলেছে। ওয়েবসাইটের ব্যবহারকারীদের তথ্য বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে রেল। এ জন্য কোম্পানিটি টেন্ডারও ডেকেছে। জানা গিয়েছে মোট ১০০০ কোটি টাকা মূল্যের তথ্য বিক্রি করতে চলেছে আইআরসিটিসি।
পরবর্তী ফটো গ্যালারি