বিগত দিনে বহু মামলায় আদালতের তরফে সুপারিশ করা হয়েছিল যৌন সম্মতির বসসীমা কমানোর জন্য। এই আবহে যৌন সম্মতির বয়সসীমা নিয়ে চূড়ান্ত রিপোর্ট তৈরি করল আইন কমিশন। পাশাপাশি অনলাইনে এফআইআর করার ক্ষেত্রেও বয়সসীমা কমানো নিয়ে বলা হয়েছে আইন কমিশনের সংশ্লিষ্ট রিপোর্টে।