Lok Sabha Election 3rd Phase Details: তৃতীয় দফার ৯৩টি আসনের মধ্যে ২০১৯ সালে NDA জিতেছিল ক'টি? একনজরে বিশদ
Updated: 06 May 2024, 04:05 PM IST Abhijit Chowdhury 06 May 2024 lok sabha election, lok sabha election third phase, bjp, congress, murshidabad lok sabha elections 2024, jangipur lok sabha elections 2024, maldah uttar lok sabha election, maldah dakshin lok sabha election, লোকসভা ভোট, মুর্শিদাবাদ লোকসভা নির্বাচন, বিজেপি, কংগ্রেস, লোকসভা ভোটের তৃতীয় পর্ব, নির্বাচন, পশ্চিমবঙ্গে লোকসভা নির্বাচন৭ মে, মঙ্গলবার দেশ জুড়ে ১২টি রাজ্য এবং কেন্দ্রশাসিত অঞ্চলের ৯৩টি আসনে ভোটগ্রহণ হবে লোকসভা নির্বাচনের তৃতীয় দফায়। অমিত শাহ, শিবরাজ সিং চৌহান, বাসবরাজ বোম্মাই, প্রহ্লাদ প্যাটেল, জ্যোতিরাদিত্য সিন্ধিয়া, দিগ্বিজয় সিং, নারায়ণ রাণে সহ একাধিক হেভিওয়েট নেতা পরীক্ষায় বসবেন মঙ্গলে।
পরবর্তী ফটো গ্যালারি