Mayank Yadav sidelined- ১ ম্যাচ খেললেই, ৩ ম্যাচে বিশ্রাম লাগে! মায়াঙ্ককে নিয়ে এবার আরও বড় সমস্যায় BCCI!
Updated: 30 Oct 2024, 01:05 PM IST Moinak Mitra 30 Oct 2024 india, indian, mayank yadav, ipl, kkr, lsg, lucknow super giants, bcci, nca, south africa, ভারত, ভারতীয়, ক্রিকেটার, পেসার, জোরে বোলার, বোলার, দিল্লি, মায়াঙ্ক যাদব, লখনউ সুপার জায়ান্ট, এলএসজি, লখনউ, গৌতম গম্ভীর, তারকা, দঃ আফ্রিকা, সাউথ আফ্রিকা, সিরিজ, চোট, বিসিসিআই, আইপিএল, ইন্ডিয়ান প্রিমিয়র লিগ, রিটেন, নিলাম, সফর, অজি, অস্ট্রেলিয়া, রঞ্জি, মায়াঙ্ক, মায়ঙ্ক, রোহিত শর্মা, ভারত বনাম দঃ আফ্রিকা, টি২০মায়াঙ্ক যাদবকে নিয়ে বেজায় সমস্যায় পড়েছে বিসিসিআই। এবারে আইপিএলের সময় লখনউ সুপার জায়ান্টসের এই পেসার সকলেরই নজরে এসেছিলেন নিজের দ্রুত গতির বোলিংয়ের সুবাদে। সেই মতো তাঁকে এনসিএর সুযোগ সুবিধা ব্যবহার করতে দেওয়া হয়েছিল। কিন্তু তাঁর চোট প্রবণতা নিয়ে খুবই অস্বস্তিতে বোর্ড। এবারও তিনি মাঠের বাইরে।
ন্যাশনাল ক্রিকেট অ্যাডেমিতে আবারও রিহ্যাবের জন্য গেছেন মায়াঙ্ক। সেখানে তাঁকে দেখে এক কর্তা জানিয়েছেন, ‘যেভাবে ও চোট নিয়ে এসেছে, তাতে প্রাথমিকভাবে আমাদের দেখে মনে হয়েছে কয়েক মাসের জন্য ওকে বাইরে থাকতে হবে,সেটা কমপক্ষে ২-৩ মাস বলে মনে করা হচ্ছে, আবার সেটা বাড়তেও পারে। ঠিক কি হয়েছে বা চোটের কি পরিস্থিতি সেটা এই মূহূর্তেই জানানো সম্ভব নয় ’। ছবি- পিটিআই
(PTI) পরবর্তী ফটো গ্যালারি