North Bengal Express Trains Cancelled: উত্তরবঙ্গগামী একাধিক দূরপাল্লার এক্সপ্রেস ট্রেন বাতিল, একনজরে তালিকা
Updated: 26 May 2022, 11:58 AM IST Abhijit Chowdhury 26 May 2022 trains cancelled, trains cancelled in west bengal, trains cancelled due to bandel station interlocking, bandel station, sealdah station, indian railway, howrah station, eastern railways, ট্রেন বাতিলNorth Bengal Trains Cancelled: গরম পড়তেই পাহাড়মুখী হন দক্ষিণবঙ্গবাসী। এই আবহে আগাম টিকিট কেটে রাখেন অনেকেই। তবে ভ্রমণ পিপাসুদের কপালে হাত। কারণ ২৭ মে থেকে ৩০ মে পর্যন্ত বাতিল করা হয়েছে অনেকগুলি ট্রেন। হাওড়া-বর্ধমান রুটে থার্ড লাইনের কমিশনিংয়ের জন্য নন-ইন্টারলকিংয়ের কাজ চলবে ব্যান্ডেল, আদি সপ্তগ্রাম এবং মগরা স্টেশনে। এই কারণে গত ২১ মে বিজ্ঞপ্তি জারি করে ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। একনজরে দেখে নিন তালিকা:
পরবর্তী ফটো গ্যালারি