PIB Fact Check on WhatsApp Viral Message: এবার আপনার হোয়াটসঅ্যাপ চ্যাটের ওপর নজরদারি সরকারের? সত্যিটা জেনে নিন Updated: 31 Jul 2023, 12:31 PM IST Abhijit Chowdhury সম্প্রতি একটি মেসেজ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যাতে দাবি করা হয়েছে যে সরকার হোয়াটসঅ্যাপে যে কারও বার্তা পড়তে পারবে এবং চ্যাটের ওপর নজরদারি চালাতে পারবে। এই মেসেজ ভাইরাল হতেই এই বিষয়টি নিয়ে ফ্যাক্ট চেক করে টুইট করেছে পিআইবি।