বাড়ল রেলের ভাড়া, জেনে নিন নয়া রেট
Updated: 31 Dec 2019, 10:11 PM IST Arghya Prasun Roychowdhury 31 Dec 2019ইঙ্গিত মিলেছিল আগেই। বছরের শেষদিনে রেলের ভাড়া বৃদ... more
ইঙ্গিত মিলেছিল আগেই। বছরের শেষদিনে রেলের ভাড়া বৃদ্ধির ঘোষণা করা হল। একমাত্র স্বান্তনা যে লোকাল ট্রেনের টিকিটের দাম বাড়ানো হয়নি। ফলে কিছুটা স্বস্তি পাবেন নিত্যযাত্রীরা। কিন্তু দূরপাল্লার ট্রেনে সবস্তরেই ভাড়া বাড়ানো হয়েছে। ২০১৪-১৫ সালের পর ফের ট্রেনের ভাড়া বাড়ালো রেল। অপারেটিং রেশিও কমেই বাড়ছিল রেলের, অর্থাত্ আয় ও ব্যায়ের মধ্যে ফারাক কমছিল। এর জন্যেই বাধ্য হয়ে ভাড়া বাড়াতে হল রেলকে। রিজার্ভেশন চার্জ বৃদ্ধি করেনি রেল। একই সঙ্গে ক্যাটারিং চার্জও বাড়ায়নি রেল। যারা আগে টিকিট কেটে রেখেছেন, তাদের বর্ধিত মূল্য দিতে হবে না। পয়লা জানুয়ারি থেকে নয়া হার চালু হচ্ছে। সবচেয়ে বেশি ভাড়া বেড়েছে বাতানুকুল ট্রেনগুলির ক্ষেত্রে। চার পয়সা করে প্রতি কিলোমিটারে ভাড়া বাড়ানো হয়েছে। দিল্লি-কলকাতা রাজধানীর টিকিটের দাম বাড়বে প্রায় ৫৮ টাকা।বর্ধিত রাজস্ব রেলের পরিকাঠামো উন্নতির খাতে লাগানো হবে বলে রেলমন্ত্রক জানিয়েছে। এই অর্থের একাংশ যাবে রেলকর্মীদের সপ্তম পে কমিশনের সুপারিশ হিসাবে বেতন দেওয়ার জন্যেও।
পরবর্তী ফটো গ্যালারি