Rain Alert by IMD in WB for Cyclone: দক্ষিণবঙ্গে জারি হল হলুদ সতর্কতা, ঘূর্ণিঝড়ের জেরে বুধ-বৃহস্পতিতে বাড়বে বৃষ্টি
Updated: 05 Dec 2023, 01:29 PM IST Abhijit Chowdhury 05 Dec 2023 rain forecast, rain forecast in west bengal, rain forecast in kolkata, rain forecast in south bengal, cyclone michaung, west bengal weather, imd weather forecast, yellow alert, হলুদ সতর্কতা, আবহাওয়ার পূর্বাভাস, বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, পশ্চিমবঙ্গে বৃষ্টির পূর্বাভাস, কলকাতায় বৃষ্টির পূর্বাভাস, ঘূর্ণিঝড়ের জেরে বৃষ্টির পূর্বাভাসঘূর্ণিঝড় মিগজাউমের জেরে দক্ষিণ ভারতে তাণ্ডবলীলা চলছে। এরই মাঝে দক্ষিণবঙ্গে জারি করা হল সতর্কতা। এই ঘূর্ণিঝড়ের পরোক্ষ প্রভাবে দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই আবহে মৌসম ভবন হলুদ সতর্কতা জারি করেছে দক্ষিণবঙ্গের জেলাগুলির জন্য।
পরবর্তী ফটো গ্যালারি