Recruitment GDS 2024: দশম শ্রেণি পাশই নূন্যতম যোগ্যতা, নেই পরীক্ষা! ইন্ডিয়া পোস্টের জিডিএস-এ নিয়োগের রেজিস্ট্রেশন শুরু
Updated: 15 Jul 2024, 11:12 PM IST Sritama Mitra 15 Jul 2024 India Post GDS 2024, vacancies, ইন্ডিয়া পোস্ট জিডিএস ২০২৪, শূন্যপদরয়েছে ৪০ হাজারের বেশি শূন্যপদ। জিডিএস-এ আবেদনের জন... more
রয়েছে ৪০ হাজারের বেশি শূন্যপদ। জিডিএস-এ আবেদনের জন্য http://indiapostgdsonline.gov.in/ লিঙ্কে গিয়ে ক্লিক করতে হবে।
আবেদন ঘিরে কিছু তথ্য- indiapostgdsonline.gov.in এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক করতে হবে এই আবেদন পর্বের জন্য। যে প্রার্থীরা এই নিয়োগে আবেদন জানাতে চলেছেন, তাঁদের জন্য বয়সসীমা ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত রয়েছে। তবে সংরক্ষিত ক্যাটেগোরির জন্য রয়েছে বয়সসীমায় ছাড়। এই নিয়োগে ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হল দশম শ্রেণী বা এসএসসি পাশ। সঙ্গে গণিত এবং ইংরেজিতে পাশ মার্কস দরকার। এছাড়াও দশম শ্রেণি পর্যন্ত স্থানীয় ভাষা শিখতে হবে প্রার্থীদের।
(HT_PRINT) পরবর্তী ফটো গ্যালারি