ICC T20 Womens World Cup- চামারিকেই ভয়, প্ল্যান তৈরি রেনুকার! শ্রীলঙ্কা নয়, স্মৃতির ভাবনায় এখন থেকেই অস্ট্রেলিয়া ম্যাচ…
Updated: 07 Oct 2024, 09:41 PM IST Moinak Mitra 07 Oct 2024 india, india vs srilanka, srilanka, india vs pakistan, pakistan, smriti mandhana, renuka singh, chamari athapaththu, chamari, shafali verma, অজিরা, অজি, অস্ট্রেলিয়া, ভারত, ভারতীয়, মহিলা, আইসিসি, টি২০, বিশ্বকাপ, টিম, ইন্ডিয়া, স্মৃতি, মন্ধনা, হরমনপ্রীত কৌর, রেনুকা, শেফালি বর্মা, হরমনপ্রীত, নিউজিল্যান্ড, পাকিস্তানসাম্প্রতিক সময় আইসিসি প্রতিযোগিতায় ভারতের বিরুদ্ধে বারবার জিতেছে অজিরা। সেকথা মাথায় রেখেই স্মৃতি মন্ধনা তাই শ্রীলঙ্কার ম্যাচের থেকেও বেশি অস্ট্রেলিয়া ম্যাচ নিয়ে ভাবছেন। যদিও ভারতীয় দলের যা অবস্থা, তাতে ওয়ান বাই ওয়ান ম্যাচ জিতে অস্ট্রেলিয়া ম্যাচ নিয়েই ভাবা উচিত তাঁদের, মত বিশেষজ্ঞদের।
পরবর্তী ফটো গ্যালারি