Vote Result: ভোটের ফলাফলে একক সংখ্যাগরিষ্ঠতা পেল না কোনও পার্টি, শুরু জোট-আলোচনা! খবরে দ. আফ্রিকার নির্বাচন
Updated: 03 Jun 2024, 03:56 PM IST Sritama Mitra 03 Jun 2024 Election result, south africa election result 2024, no majority in south african vote result 2024, ভোটের ফলাফল ২০২৪, দক্ষিণ আফ্রিকার ভোটে কারা জয়ী, দক্ষিণ আফ্রিকার ভোটে ফলাফলে কোনও সংখ্যাগরিষ্ঠতা নেকোনও পার্টিই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শুরু হয়ে... more
কোনও পার্টিই একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় শুরু হয়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকায় জোট জল্পনা নিয়ে চর্চা। আফ্রিকান ন্যাশনাল পার্টি জানিয়েছে, তারা যেকোনও দলের সঙ্গে আলোচনা করে সরকার গড়তে রাজি।
সদ্য ভোট সম্পন্ন হয়েছে দক্ষিণ আফ্রিকায়। তবে সেদেশে ভোটে কোনও নির্দিষ্ট করে সংখ্যাগরিষ্ঠ পার্টি উঠে আসেনি। এই প্রথম ৩০ বছরের ক্ষমতার দাপটের পর শেষে আফ্রিকান ন্যাশনাল কংগ্রেস পার্টি তার একক সংখ্যাগরিষ্ঠতা হারিয়েছে। ৪০০ আসনে সংসদীয় এই ভোটে ১৫৯ টি আসন পেয়েছে আফ্রিকান ন্যাশনাল পার্টি। ভোটের ফলাফলের ঘোষণার সময় উপস্থিত ছিলেন সিরিল রামফোসা সহ বিভিন্ন বিরোধী দলের নেতারা। তবে সিরিল এই ফলাফলকে চ্যালেঞ্জ করতে চলেছেন বলে ইঙ্গিত। (প্রতীকী ছবি)
(PTI) পরবর্তী ফটো গ্যালারি