MCG-তে ব্যাট হাতে ভারতীয় সুন্দরী, হলুদ বডিকনে অজিদের সমর্থন নাকি? Updated: 24 Aug 2022, 07:29 PM IST Sanjib Halder দক্ষিণী সুপারস্টারের ব্যাট হাতে ধরা একটি ছবি আলাদা করে নজর কেড়েছে। সেখানে রয়েছে আসন্ন কুড়ি বিশ ওভারের বিশ্বযুদ্ধ। তারই প্রচার করতে দেখা গেল তমান্নাকে। চলতি বছর আগামী ১৬ অক্টোবর থেকে ১৩ নভেম্বর পর্যন্ত চলবে কুড়ি ওভারের বিশ্বকাপ।