IPL 2024: কমলা টুপির দৌড়ে পন্ত-সুদর্শনদের লম্বা জাম্প, পার্পেল ক্যাপের রেসে চারে উঠলেন কুলদীপ
Updated: 25 Apr 2024, 07:53 AM IST Sanjib Halder 25 Apr 2024 Rishabh Pant, Indian Premier League, IPL, orange cap, ipl 2024 orange cap list, ipl 2024 purple cap list, kuldeep yadav, sai sudharsan, দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটানস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানস, ঋষভ পন্ত, কলমা টুপি, বেগুনি টুপি, অরেঞ্জ ক্যাপ, পার্পল ক্যাপ, সাই সুদর্শন, কুলদীপ যাদব, IPL 2024দিল্লি ক্যাপিটালস বনাম গুজরাট টাইটানসের রোমাঞ্চকর ম্যাচে মাত্র চার রানের জিতেছিল ঋষভ পন্তের দিল্লি। ফলে পয়েন্ট টেবিলে লম্বা জাম্প দিয়েছে তারা। অন্যদিকে এই ম্যাচের পরে কলমা টুপি ও বেগুনি টুপির দৌড়েও বেশ কিছু পরিবর্তন এসেছে। চলুন দেখে নেওয়া যাক কতটা বদলালো অরেঞ্জ ক্যাপ ও পার্পল ক্যাপের লড়াইয়ের ছবি।
পরবর্তী ফটো গ্যালারি