Taj Mahal Sealed Rooms: নদীর তীরে তাজমহলের ভূগর্ভস্থ কক্ষগুলিতে লুকিয়ে কোন রহস্য? প্রকাশ্যে ছবি
Updated: 16 May 2022, 08:17 AM IST Abhijit Chowdhury 16 May 2022 taj mahal, taj mahal explained news, taj mahal controversy, archaeological survey of india, আর্কিওলজিকাল সার্ভে অফ ইন্ডিয়া, তাজমহল, তাজমহল বিতর্ক, তাজমহলের বন্ধ ঘরের রহস্য, তাজমহলের বিতর্ক কী কারণে, তাজমহল তোজে মহলায়াTaj Mahal Controversy: সম্প্রতি তাজমহলের কয়েকটি ‘বন্ধ ঘর’ নিয়ে চরম বিতর্ক তৈরি হয়েছিল। দাবি করা হয়েছিল, এই ঘরগুলিতে আদতে হিন্দু দেব-দেবীর মূর্তি লুকোনো। তাই এই ঘরগুলো কোনওদিন খোলা হয় না। এই আবহে অযোধ্যার এক বিজেপি নেতা এলাহাবাদ হাই কোর্টে মামলা দায়ের করে আবেদন জানিয়েছিলেন, যাতে এই ঘরগুলির দরজা খুলে সেখানে সমীক্ষা চালানো হয়। তবে সেই আবেদন খারিজ করে দিয়েছিল উচ্চ আদালত। এবার সেই ঘরলগুলির ছবি প্রকাশ করল আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া।
পরবর্তী ফটো গ্যালারি