Indian Premier League- KKR ছাড়ার জল্পনার মধ্যেই শ্রেয়সের কাছে প্রস্তাব দুই দলের! কলকাতায় আসছেন পন্ত?
Updated: 25 Oct 2024, 05:46 PM IST Moinak Mitra 25 Oct 2024 shreyar iyer, kkr, kolkata knight riders, india, indian cricket team, ipl, indian, cricket, team, bcci, shahrukh khan, cricketer, indian cricket, delhi capitals, punjab kings, royal challengers bengaluru, rcb, আইপিএল, কলকাতা নাইট রাইডার্স, নাইট রাইডার্স, কেকেআর, ইন্ডিয়া, ইন্ডিয়ান প্রিমিয়র লিগ, টিম, বিরাট, রোহিত, ঋষভ পন্ত, শ্রেয়স, শ্রেয়স আইয়ার, ঋষভ, আরসিবি, পঞ্জাব কিংসআইপিএলে কলকাতা নাইট রাইডার্সকে ১০ বছর পর ট্রফি জেতানো ছাড়া দিল্লি ক্যাপিটালসকেও ফাইনালে তুলেছিলেন শ্রেয়স। ফলে অধিনায়ক হিসেবে তাঁর ঠান্ডা মাথায় ম্যাচ পরিচালনা করা অনেক দলেরই পছন্দ। এই আবহেই এবার শ্রেয়সকে নাকি প্রস্তাব দিয়েছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু, পঞ্জাব কিংস, দিল্লি ক্যাপিটালস শিবির।
পরবর্তী ফটো গ্যালারি